আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির দুটো দুর্দান্ত বল ভারতকে হারিয়ে দিয়েছিল। প্রথম বলটা রোহিত শর্মাকে। দ্বিতীয় বলটায় লোকেশ রাহুলের স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তিনি। 

সেই শাহিন আফ্রিদিরই তুলোধনা করলেন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম। জানিয়ে দিলেন, শাহিন আফ্রিদির হাতে কেবল দুটো বলই রয়েছে। আর কিছু নেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার মানেন শাহিন আফ্রিদিরা। ভয়ঙ্কর হতে দেখা যায়নি বাঁ হাতি পেসারকে। 

শাহিন আফ্রিদির দারুণ সমালোচনা করে আক্রম বলেন, ''ওর হাতে কেবল দুটো ডেলিভারি। ধারাবাহিক ভাবে আউটসুইং কীভাবে করতে হয়, তা শেখেইনি। হয় ও ইয়র্কার  দেবে অথবা সোজা বল দেবে। পৃথিবীর সবাই ওর বোলিং সম্পর্কে জেনে গিয়েছে। ব্যাটাররাও ওকে কীভাবে মোকাবিলা করবে, তা জেনে গিয়েছে। ব্যাটসম্যানের থেকে বলটা কীভাবে বাইরে নিয়ে যেতে হয়, তা জানেই না শাহিন।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ পাক বোলাররা। প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ বলেন, ''অনেকের কাছেই ওরা দারুণ প্রতিভাবান। ওদের দারুণ দক্ষতা রয়েছে। কিন্তু ওই স্কিল বড় টুর্নামেন্ট জেতানোর পক্ষে যথেষ্ট নয়। ওরা নিজেদের প্রমাণ করতে পারেনি। এবার অন্যদের কথা ভাবতে হবে। ওদের সুযোগ দেওয়া হোক। মহম্মদ আলি, খুরম শেহজাদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা, আকিফ জাভেদের মতো প্রতিভাকে সুযোগ দিতে হবে। ওরা সুযোগের অপেক্ষায় রয়েছে। এদের খেলিয়ে এবার দেখা হোক। ওরাও পাকিস্তানি। ওদের কাছেও রয়েছে পাকিস্তানি পাসপোর্ট।''