আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের স্কুলের ছাত্র রাহুল সোরেং। জানা গিয়েছে, রাহুল ২০১৯ সালের পুলওয়ামা হামলায় শহিদ হওয়া সিআরপিএফ হেড কনস্টেবল বিজয় সোরেংয়ের পুত্র। রাহুল এবার নির্বাচিত হয়েছেন হরিয়ানার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। এই খবর সামনে আসতেই গর্ব ও আবেগে ভাসলেন সেহবাগ। এই খবর সামনে এনে সামাজিক মাধ্যমে একটি হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন তিনি।
সেহবাগ তাঁর পোস্টে লিখেছেন, ‘রাহুল সোরেংকে অভিনন্দন হরিয়ানার অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হওয়ার জন্য। তাঁর সাহসী পিতা পুলওয়ামায় শহিদ হওয়ার পর থেকে রাহুলের পাশে থাকতে পারা আমার সৌভাগ্য। ওর এই সাফল্যে আমি ভীষণ গর্বিত।’
রাহুল বর্তমানে সেহবাগ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। পুলওয়ামা হামলার পর সেহবাগ ঘোষণা করেছিলেন যে, শহিদ সিআরপিএফ জওয়ানদের সন্তানদের শিক্ষার দায়িত্ব তিনি নিজে নেবেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই ২০১৯ সালে রাহুলকে স্কুলে ভর্তি করানো হয়। বর্তমানে সে দশম শ্রেণির ছাত্র।
উল্লেখযোগ্যভাবে, রাহুল আগেও হরিয়ানার অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন। গত বছর ডিসেম্বর মাসে অনূর্ধ্ব-১৬ স্তরে নির্বাচিত হওয়ার পরও সেহবাগ টুইট করে লিখেছিলেন, ‘এই নামটা মনে রাখো, রাহুল সোরেং। এটি জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত’।
তিনি আরও বলেন, পুলওয়ামা হামলার পর শহিদদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ রাহুল, শহিদ বিজয় সোরেংয়ের পুত্র, আমার স্কুলের ছাত্র হিসেবে অনূর্ধ্ব-১৬ হরিয়ানা দলে নির্বাচিত হয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আমাদের সাহসী সৈনিকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ পুলওয়ামা শহিদের সন্তান হিসেবে রাহুল এখন শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ক্রিকেটের ময়দানেও নিজের প্রতিভার ছাপ ফেলছে। তাঁর এই সাফল্য আজ গোটা দেশের গর্ব।
