আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর নাটকের কোনও শেষ নেই। রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে নামবে টিম ইন্ডিয়া। তারমধ্যেই দু'জনের সম্পর্ক নিয়ে চর্চা চরমে। বুধবারের ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার থ্রো ডাউন স্পেশালিস্টের সঙ্গে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করেন রোহিত এবং বিরাট। যা কড়া নজরে পর্যবেক্ষণ করেন গৌতম গম্ভীর। গত কয়েক দিনে টিম ইন্ডিয়ার হেড কোচের সঙ্গে দু'জনের সম্পর্কের তিক্ততা নিয়ে কথা চলছে। বিশেষ করে কোহলির সঙ্গে। আগেও দিল্লির দুই তারকার মধ্যে ঝামেলা প্রকট ছিল। কিন্তু গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পর আপেক্ষিকভাবে সমস্যা মিটে যায়। কিন্তু সম্প্রতি আবার সম্পর্কে দূরত্ব বাড়ে। যা ড্রেসিংরুমে প্রভাব ফেলছে। গম্ভীর এবং কোহলির মধ্যে ঝামেলা মেটাতে রায়পুরে পাঠানো হয়েছে নির্বাচক কমিটির সদস্য প্রজ্ঞান ওঝাকে।
মঙ্গলবার ট্রেনিং শেষে দুই কাঁধে ব্যাট নিয়ে সটান হেঁটে চলে যান কোহলি। গম্ভীরের পাশ দিয়ে হেঁটে গেলেও একটাও কথা বলেননি। তার কিছুক্ষণ পরেই ড্রেসিংরুমের দিকে হাঁটা মারেন রোহিতও। তবে গম্ভীরের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে থামেন। একদিনের সিরিজের শুরু থেকেই কোহলি এবং গম্ভীরের সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসে। বর্তমানে দু'জনের মধ্যে কথা বন্ধ। তবে শেষপর্যন্ত কোহলি বিজয় হাজারে ট্রফি খেলতে রাজি হওয়ায় আশা করা যাচ্ছে এবার পরিস্থিতিতে কিছুটা উন্নতি হবে। তবে দু'জনের সম্পর্ক উন্নতি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ ছন্দে ছিলেন দুই তারকা। অনুশীলনেও সেই ছোঁয়া। ফ্লাডলাইটের আলোয় ব্যাটের মাঝখান দিয়ে অধিকাংশ বল খেলেন। তবে বেশ কয়েকবার রঘুর পেসে মার খান। প্রথম ম্যাচ জিতে ১-০ তে সিরিজে এগিয়ে আছে ভারত। বুধবার জিতলেই সিরিজ পকেটে।
আগের দিন বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাজি বিরাট কোহলি। মঙ্গলবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তারকা ক্রিকেটার। তবে এই নিয়ে দিনভর নাটক চলে। শেষমেষ বোর্ডের নির্বাচকদের পরামর্শ মেনে নেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই ঘরোয়া টুর্নামেন্ট। দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারেতে ফিরছেন কোহলি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে শেষবার সার্ভিসেসের সঙ্গে খেলতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। সম্প্রতি গৌতম গম্ভীর একটি শর্ত রেখেছে ক্রিকেটারদের সামনে। কোনও ক্রিকেটার জাতীয় দলে খেলতে চাইলে, তাঁকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। যার ফলে বেশ কয়েকদিন আগেই বিজয় হাজারেতে অংশ নেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন রোহিত শর্মা।
