আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ব্যাট চলেনি। পারথে সেঞ্চুরি করলেও তার পরে সিরিজ যত এগিয়েছে, কোহলির ব্যাট স্তব্ধ হয়ে গিয়েছে। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে বারংবার আউট হয়েছেন কোহলি। গম্ভীর থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা পরামর্শ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে নামতে হবে। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ইংল্যান্ড সফরের আগে কোহলি কাউন্টি খেলে নিজেকে প্রস্তুত করবেন। ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা কঠিন। বল সুইং করে। ব্যাটারের পরীক্ষা নেন বোলাররা। ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার জন্য কোহলি কাউন্টিতে খেলতে পারেন বলেই খবর।

এদিকে কোহলি রান না পাওয়ায় চারদিক থেকে উড়ে এসেছে সমালোচনার ঝড়। কিন্তু ভারতের তারকা ক্রিকেটারের পাশে থাকছেন বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা মাইকেল ক্লার্ক। তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে চর্চা চলছে। আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে একইভাবে আউট হন।

পুরোনো টাচ পুরোপুরি হারিয়ে ফেলেছেন। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে। তারই মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। অনেকেই মনে করছেন কোহলির অবসর নেওয়া উচিত। কিন্তু একেবারেই সেটা চান না মাইকেল ক্লার্ক। তাঁর দাবি, এখন যদি টেস্ট থেকে বিরাট কোহলি অবসর ঘোষণা করে, সবচেয়ে সমস্যায় পড়বে ভারতীয় দল।

পাশাপাশি তিনি বলেন, রোহিতের জায়গায় যদি কোহলি অধিনায়ক থাকত, খারাপ ফর্ম থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা ধরে রাখত। একটি পডকাস্টে ভারতীয় তারকার বর্তমান ফর্ম এবং দলে তাঁর গুরুত্ব নিয়ে আলোচনায় সামিল হন ক্লার্ক। সেখানেই এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।