আজকাল ওয়েবডেস্ক: তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু লিডসের দর্শকাসনে দেখা যেতেই পারে বিরাটকে। এখন স্ত্রী, সন্তানদের নিয়ে লন্ডনে আছেন বিরাট। সেখানে তাঁর বাড়িও রয়েছে। শোনা যাচ্ছে লিডস টেস্ট দেখতে আসতে পারেন বিরাট।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরাট হয়ত সব ম্যাচে উপস্থিত থাকবেন না। কারণ এখন তিনি খেলা থেকে দূরে থাকবেন বলেই স্থির করেছেন। তবে ম্যাচের কোনও একদিন স্ত্রী অনুষ্কাকে নিয়ে শুভমানদের খেলা দেখতে আসতেই পারেন বিরাট। প্রসঙ্গত, লন্ডনে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একদিনও তিনি মাঠে আসেননি। তাই সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি হয়ত সব ম্যাচ দেখতে আসবেন না। কোনও না কোনও টেস্টে হয়ত তাঁকে গ্যালারিতে দেখা যেতে পারে।
এদিকে, শুভমান গিলের নেতৃত্বে প্রথমবার টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। দলে রয়েছে একঝাঁক তরুণ। বিরাট, রোহিতের অবসরের পর ব্যাটিং লাইন আপ কী হতে চলেছে তা নিয়ে আগ্রহের শেষ নেই। ওপেন করবেন কারা? গিল নামবেন কত নম্বরে? মিডল অর্ডারে দায়িত্ব সামলাবেন কারা? এইসব নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এদিকে বোলিং বিভাগে সেরা অস্ত্র অবশ্যই জসপ্রীত বুমরা। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব টেস্ট খেলবেন না বুমরা। তিনটি টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে। বুমরার সঙ্গে প্রথম একাদশে আর কোন পেসাররা থাকবেন তা নিয়ে যেমন আগ্রহ রয়েছে। তেমনি স্পেশালিস্ট স্পিনার হিসেবে কে খেলবেন তা জানতেও লোকে উৎসুক।
