আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে বিরাট কোহলির অনবদ্য শতরানের পর আবার প্রচারের আলোয় তারকা ক্রিকেটারের ভাই বিকাশ কোহলি এবং বোন ভাবনা কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরানে শচীনকে ছাপিয়ে যান কোহলি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের এক ফরম্যাটে সবচেয়ে বেশি শতরানের মালিক ছিলেন শচীন। টেস্ট ক্রিকেটে ৫১টি শতরান ছিল মাস্টার ব্লাস্টারের। একদিনের ক্রিকেটে ৫২তম শতরান করলেন বিরাট। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তারকা ক্রিকেটার। ১৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ভারত।
৩৭ বছর বয়সে ১২০ বলে ১৩৫ রান করেন কোহলি। ইনিংসে ছিল ৭টি ছয় এবং ১১টি চার। একদিনের দলে আরও একবার নিজের গুরুত্ব প্রমাণ করেন। শতরানের পর সোশ্যাল মিডিয়া ভেসে যায় পোস্টে। পোস্ট করেন বিরাটের ভাই এবং বোনও। দু'জনেই ভাইরাল 'শুশ'। ইমোজি ব্যবহার করে। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কোহলি এবং রোহিতের হাসিমুখে ছবি পোস্ট করেন বিরাটের বোন ভাবনা কোহলি ডিঙ্গরা। ছবির ক্যাপশনে সেই বিশেষ ইমোজি। শতরানের পর কোহলির সেলিব্রেশনের একটি কোলাজ পোস্ট করেন বিকাশ কোহলি। সেই পোস্টেও একই ইমোজি ব্যবহার করেন তিনি। এই ইমোজির অর্থ কী? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সকলেরই জানা। ব্যাট হাতে সমালোচকদের মুখ করে দেন কোহলি। ইমোজির মাধ্যমেও নিন্দুকদের চুপ করার বার্তা দেন তারকা ক্রিকেটারের দাদা এবং বোন।
কয়েকদিন আগে গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে কটাক্ষ করেন কোহলির ভাই বিকাশ কোহলির। ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন তাঁর দাদা। বিকাশ মনে করেন, বর্তমান ম্যানেজমেন্ট যে পরিবর্তনগুলো এনেছে, তারই প্রভাব পড়ছে দলে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন তিনি। লেখেন, ম্যানেজমেন্টের অতিরিক্ত হস্তক্ষেপ সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। গম্ভীরের নাম সরাসরি না বললেও, ইঙ্গিত যে সেদিকেই সেটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বিকাশ কোহলি লেখেন, 'একটা সময় ছিল যখন আমরা জেতার জন্য খেলতাম। এমনকী বিদেশের মাটিতেও। এখন আমরা ম্যাচ বাঁচানোর জন্য খেলছি। ভারতের মাটিতেও। এটাই হয় বেশি দাদাগিরি ফলালে। অহেতুক সবকিছু পরিবর্তন করার ফল ভুগতে হচ্ছে।' কোহলির মাইলস্টোন ছোঁয়ার শতরানে আরও একবার সমালোচকদের বিঁধলেন তারকা ক্রিকেটারের পরিবার। শুধু কোহলির দাদা এবং বোনই নয়, চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে।
