আজকাল ওয়েবডেস্ক: বিরাটকে দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের ভিড়। মাঠ প্রায় ভরে গিয়েছে। শেষ কবে রনজির ম্যাচে এত দর্শক হয়েছে তা জানার জন্য পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে।
প্রায় ১৩ বছর পর রনজি খেলতে নেমেছেন বিরাট। দিল্লির হয়ে। প্রতিপক্ষ রেলওয়েজ। বিরাটকে দেখতে মাঠে যে প্রচুর দর্শক আসবেন তা ধরে নিয়েছিল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। তবে কর্তারা ভেবেছিলেন, ১০ হাজার দর্শক আসবেন। কিন্তু রাত তিনটে থেকে স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকরা লাইনে দাঁড়িয়েছিলেন। আর সকালে যখন মাঠে দর্শকরা ঢুকলেন তখন হিসেব কষে দেখা গেল সংখ্যাটা ২০ হাজারে গিয়ে ঠেকেছে!
গৌতম গম্ভীর স্ট্যান্ডে ৬ হাজার দর্শক বসতে পারেন। ওই স্ট্যান্ডটি খোলা রাখা হয়েছিল দর্শকদের জন্য। কিন্তু অতিরিক্ত দর্শকের চাপে খুলে দেওয়া হয় বিষেন সিং বেদি স্ট্যান্ডও। যেখানে ১৪ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন।
ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, ‘দিল্লি ক্রিকেটের সঙ্গে ৩০ বছরেরও বেশি জড়িয়ে রয়েছি। কিন্তু রনজি ট্রফির ম্যাচে এত লোক দেখিনি। কোহলির জনপ্রিয়তাই এর কারণ।’ তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিতে রোড শো রয়েছে। স্টেডিয়ামের বাইরে দিয়েই ওই রোড শো যাওয়ার কথা। তাই এত দর্শককে সামলানো সত্যিই আমাদের কাছে চ্যালেঞ্জ।’
জানা গেছে গৌতম গম্ভীর স্ট্যান্ড কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আর টসের সময় বিষেন সিং বেদি স্ট্যান্ডে দর্শক সংখ্যা ছিল ১২ হাজার।
বিরাট মাঠে নামতেই ‘কোহলি কোহলি’ চিৎকার ওঠে দর্শকাসন থেকে। যা রীতিমতো উপভোগ করেন দিল্লি ক্রিকেটাররা। মাঠে দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় কোহলিকে।
