আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন নিয়মিত সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্রমাগত সমালোচনা করা হচ্ছে দুই ক্রিকেটারের। দুই ক্রিকেটারই রান পাননি গোটা সিরিজে। সামনেই বর্ডার–গাভাসকার ট্রফি। হবে পাঁচ টেস্ট। অনেকেই বলছেন, এই সিরিজই ভাগ্য নির্ধারণ করে দেবে দুই ক্রিকেটারের। স্বয়ং সুনীল গাভাসকার এই কথা বলেছেন। যদিও এই কথা মানতে রাজি নন অসি ব্যাটার ডেভিড ওয়ার্নার। তাঁর কথায়, ‘‌বয়স একটা সংখ্যা মাত্র।’‌ পাশাপাশি ওয়ার্নার এটাও বলেছেন, বর্ডার–গাভাসকার ট্রফিতে ভাল কিছু করতে হলে এই দুই ক্রিকেটারকে রান পেতে হবে।


ওয়ার্নারের কথায়, ‘‌এই দুই ব্যাটারের উপর নির্ভর করছে বর্ডার–গাভাসকার ট্রফিতে ভারতের ভবিষ্যৎ। সঙ্গে তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালের কথাও বলব।’‌ এরপরই ওয়ার্নার বলেছেন, ‘‌বয়স একটা সংখ্যা মাত্র। বর্ডার–গাভাসকার ট্রফিতে এই দু’‌জনের রান পাওয়াটা জরুরি। তবে এই দু’‌জনের কাছে বর্ডার–গাভাসকার ট্রফিটা চ্যালেঞ্জিং।’‌ যদিও ওয়ার্নার বলেছেন, ‘‌টেকনিকে গলদ নেই। তবে মানসিকতায় সম্ভবত কিছু সমস্যা হচ্ছে বিরাট–রোহিতের। এই সমস্যাটা কাটিয়ে নিতে পারলে ফের স্বমহিমায় ফিরবেন দুই ক্রিকেটার।’‌