আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দেশের জার্সিতে মাঠে ফিরছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আইপিএলের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি দুই তারকা ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের আগে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত বার্তা পোস্ট করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটের পর টেস্ট থেকেও অবসর নেন তারকা ক্রিকেটার। গত সাড়ে চার মাসে একটিও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। কিন্তু তার আগে বিরাট বার্তায় অবাক ফ্যানরা। নিজের এক্স হ্যান্ডেলে কোহলি লেখেন, 'তুমি একমাত্র তখনই ব্যর্থ হবে, যখন তুমি হাল ছেড়ে দেবে।' কোহলির ২০২৭ বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চর্চা চলছে। তার মাঝে এমন প্রতিক্রিয়া ভক্তদের অবাক করেছে। 

এদিকে বিরাটের এককালীন সতীর্থ দীনেশ কার্তিক তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনার খোলসা করলেন। লন্ডনে বিরতিতে থাকাকালীন নিয়মিত ক্রিকেটের মধ্যে ছিলেন কোহলি। কার্তিক দাবি করেন, ২০২৭ বিশ্বকাপ খেলতে মরিয়া তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিওতে কার্তিক জানান, ৩৬ বছরের বিরাট ২০২৭ বিশ্বকাপে খেলতে প্রস্তুত। কার্তিক বলেন, 'ও ২০২৭ বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছে। লন্ডনে ব্রেকে থাকাকালীনও ট্রেনিংয়ের মধ্যে ছিল। দীর্ঘদিন পর ও এত বড় ব্রেকে ছিল। তবে নিয়মিত ক্রিকেটের মধ্যে ছিল। সপ্তাহে দুটো-তিনটে সেশনে অংশ নিত। ও ২০২৭ বিশ্বকাপে খেলার বিষয়ে আশাবাদী।' একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান বিরাটের। ৩০২ ম্যাচে ১৪,১৮১ রান। গড় ৫৭.৮৮। স্ট্রাইক রেট ৯৩। মোট শতরান ৫১। অর্ধশতরানের সংখ্যা ৭৪। সর্বোচ্চ রান ১৮৩। চলতি বছর সাত ম্যাচে তাঁর রান ২৭৫। গড় ৪৫.৮৩। রয়েছে একটি শতরান এবং দুটি অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ১০০। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচে ২১৮ রান করেন। তারমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে শতরান রয়েছে।