আজকাল ওয়েবডেস্ক:‌ আচমকা চোট। ফিল্ডিং চলাকালীন বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন বিরাট কোহলি। তবে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিয়েছেন, ‘‌চিন্তার কিছু নেই। বিরাট একদম ঠিক আছে।’‌


চিন্নাস্বামীতে বুধবার খেলা ছিল আরসিবি বনাম গুজরাট। ম্যাচটি আরসিবি হেরে যায়। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৬৯। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ২ উইকেটেই সেই রান তুলে নেয়। 


ম্যাচে ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন বিরাট। ক্রুণাল পাণ্ডিয়ার বলে গুজরাট ব্যাটার সাই সুদর্শন সুইপ শট মারেন। বল ধরতে গিয়ে আঙুলে চোট পান বিরাট। বিরাটের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে যন্ত্রণা হচ্ছে।


বিরাটের চোট নিয়ে যখন তাঁর ভক্তরা উদ্বিগ্ন। তখনই দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিয়েছেন, ‘‌বিরাট একদম ঠিক আছে। চিন্তার কিছু নেই।’‌


এদিকে, দীর্ঘ কয়েক বছর আরসিবিতে খেলা সিরাজ এবার গুজরাটে। পুরনো দলের বিরুদ্ধে তিন উইকেট নেন তিনি। সিরাজকে এবার রিটেন করেনি আরসিবি। বলাই যায় যোগ্য জবাব দিলেন সিরাজ। তবে আরসিবি কোচ জানিয়েছেন, ‘‌সিরাজ দুরন্ত বোলিং করেছে। ওঁকে শুভেচ্ছা। তবে নিজেদের দল নিয়ে আমরা খুশি।’‌
সিরাজের শিকার ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কাল ও লিয়াম লিভিংস্টোন। তার মধ্যে সল্ট ও পাডিক্কালকে বোল্ড করে দিয়েছেন সিরাজ। বিরাটও রান পাননি। ফলে টানা দুই ম্যাচ জেতার পর হারতে হল আরসিবিকে।