আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলি আর রেকর্ড যেন সমার্থক হয়ে গিয়েছে। তিনি রান করলেই কোনও না কোনও রেকর্ড ভেঙে যায়। রাজকোটেও একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।


এখন আর টেস্ট কিংবা টি–২০ আন্তর্জাতিক খেলেন না বিরাট। শুধু খেলেন একদিনের আন্তর্জাতিকে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে শতরান ও একটিতে অর্ধশতরান করেছিলেন। আবার কিউয়িদের বিরুদ্ধে ভদোদরায় করেছেন ৯৩। অর্থাৎ টানা পাঁচটি একদিনের আন্তর্জাতিকে ৫০ প্লাস স্কোর করেছেন বিরাট। এই কৃতিত্ব ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছে শচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানের। রাজকোটে একটি অর্ধশতরানের ইনিংস খেলতে পারলেই টানা ছয়টি একদিনের আন্তর্জাতিকে ৫০ প্লাস স্কোরের বিরল নজির গড়বেন বিরাট। টপকে যাবেন শচীন, দ্রাবিড়দের। 


রেকর্ডের মুখে রয়েছেন শ্রেয়স আইয়ারও। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ভদোদরায় ৪৯ করেছেন। এই ম্যাচে আর ৩৪ রান করলেই একটি রেকর্ড গড়বেন শ্রেয়স। এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে শ্রেয়সের রান ২৯৬৬। রাজকোটে ৩৪ রান করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ৩০০০ রান করা ভারতীয় ব্যাটার হবেন তিনি।


ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড বর্তমানে রয়েছে শিখর ধাওয়ানের দখলে। তিনি ৭২ ইনিংসে ৩০০০ রান করেন। বিরাট তালিকায় দুইয়ে। ৩ হাজার রান করতে নিয়েছিলেন ৭৫ ইনিংস। তিনে লোকেশ রাহুল। ৩ হাজার রান করেছেন ৭৮ ইনিংসে। সেখানে ৬৮ ইনিংসে শ্রেয়সের হয়েছে ২৯৬৬ রান। সর্বোচ্চ ১২৮ অপরাজিত। রয়েছে পাঁচটি শতরানও।


তবে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৩ হাজার রানের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার দখলে। তিনি ৫৭ ইনিংস নিয়েছিলেন। দুই থেকে পাঁচে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ, পাকিস্তানের ফখর জামান, চারে পাকিস্তানেরই ইমাম উল হক। আর পাঁচে পাকিস্তানের বাবর আজম। রাজকোটে আর ৩৪ রান করলেই চার নম্বরে চলে আসবেন শ্রেয়স। 

এদিকে, বুধবারই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া। ভদোদরায় জেতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে আপাতত ১–০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। 

রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা। অন্তত একটি বদল তো হবেই। ভদোদরায় চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে দিল্লির তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে। তাঁর অভিষেক হতে পারে রাজকোটে। অথবা খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে। তিনি খেললে তাঁরও অভিষেক হবে একদিনের আন্তর্জাতিকে। তবে পাল্লা একটু ভারী বাদোনির দিকে।