আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি রয়েছেন বিরাট কোহলিতেই। প্রথম দুই ম্যাচে দুটো সেঞ্চুরি। দারুণ ছন্দে রয়েছেন তিনি। রাঁচির পরে রায়পুরেও দুর্দান্ত সেঞ্চুরি।

তার পরে ফিল্ডিং করতে নেমে কোহলিকে নাগিন ড্যান্স নাচতেও দেখা গেল। উপস্থিত দর্শকদের আনন্দ দিলেন তারকা  ক্রিকেটার। পঞ্চম ওভারে অর্শদীপ সিংয়ের বলে কুইন্টন ডি কক ফিরতেই দেখা যায় কোহলি নাগিন ড্যান্স নাচছেন। শেষপর্যন্ত অবশ্য এই মুডে আর থাকতে পারেননি কোহলিরা। দুর্দান্ত রান তাড়া করে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ বল বাকি থাকতে, ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। 

চলতি সিরিজের ফলাফল এখন ১-১। আর এই সিরিজে কোহলি প্রথম থেকেই দারুণ ফর্মে রয়েছেন। দেখে কে বলবে তিনি শেষবার খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

এদিন কোহলি অনুজ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে ভারতকে টেনে নিয়ে যান। কিন্তু ভারতীয় বোলারদের জন্য এত রান করেও ম্যাচটা জেতা সম্ভব হল না। বুমরাহ ছাড়া এই ভারতীয় বোলারদের মধ্যে রক্তাল্পতা স্পষ্ট। সেই সঙ্গে  রয়েছে ফিল্ডিং। গৌতম গম্ভীর ২০২৭ বিশ্বকাপের জন্য দল তৈরি করছেন। মেগা টুর্নামেন্টে প্রতিদিন ব্যাটাররা রাশিকৃত রান করবেন না। জেতাতে হবে বোলারদেরও। কিন্তু সেই বোলাররা সাড়ে তিনশো রানের পুঁজি হাতে নিয়েও জেতাতে পারছেন না দলকে। 

গৌতম গম্ভীর ও ভারতীয় নির্বাচকদের বোলিং নিয়ে চিন্তাভাবনা করার সময় এসে গিয়েছে। 

?ref_src=twsrc%5Etfw">December 3, 2025

শেষ ওয়ানডে ম্যাচ ৬ তারিখ। ভারত কি সিরিজ জিততে পারবে? নাকি এগিয়ে থেকেও শেষমেশ ভারতকে সিরিজ হারতে হবে? এর উত্তর পাওয়া যাবে শনিবার।