আজকাল ওয়েবডেস্ক: ফের রেকর্ড বইয়ে নাম লেখালেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন কোহলির। ভদোদরায় ৯৩ রান করেই তিনি শচীনকে ছুঁয়েছিলেন। রাজকোটে প্রথম বলেই চার মেরে শচীনকে টপকে ভারতের ব্যাটারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে কিউয়িদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক হলেন কোহলি। যদিও তিনি বেশিক্ষণ টেকেননি। ২৩ রান করে আউট হয়ে গেলেন।
একদিনের আন্তর্জাতিকে টানা পাঁচটি ৫০ প্লাস স্কোর ছিল বিরাটের। আর একটা করলেই তিনি শচীন, রোহিত, দ্রাবিড়দের টপকে যেতেন। কিন্তু সেই রেকর্ড তিনি হাতছাড়া করলেন ২৩ রানে আউট হয়ে যাওয়ায়।
যদিও কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান রিকি পন্টিংয়ের। তিনি ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন। তালিকায় দুইয়ে বিরাট। ৩৫ ম্যাচে রান ১৭৭৩। তিনে শচীন তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের ৪২ ম্যাচে রান ১৭৫০। চারে আছেন শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। ৪৭ ম্যাচে রান ১৫১৯। অর্থাৎ ভারতীয়দের মধ্যে শীর্ষে এখন বিরাটই।
ভদোদরাতেই একটি মাইলস্টোন ছুঁয়েছিলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন বিরাট। তার আগে শচীন তেন্ডুলকার।
আর রাজকোটে নামার আগেই বিরাট একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে এসেছেন। দীর্ঘ সাড়ে চার বছর পর।
এদিকে, সাড়ে চার বছর পর একদিনের আন্তর্জাতিকে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে চলে এলেন বিরাট কোহলি। সতীর্থ রোহিত শর্মাকে টপকে এক নম্বরে উঠলেন। আর রোহিত নেমে গেলেন তিনে।
ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯১ বলে ৯৩ করেছিলেন বিরাট। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ অপরাজিত করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচে করেছিলেন ১৩৫, ১০২, ৬৫ অপরাজিত।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীনের পরেই এখন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে ৯৩ করার পরেই বিরাট চলে এলেন ব্যাটারদের তালিকার শীর্ষে। দীর্ঘ সাড়ে চার বছর পর।
২০২১ সালের জুলাইয়ের পর ফের বিরাট এলেন শীর্ষে। বিরাটের র্যাঙ্কিং পয়েন্ট ৭৮৫। প্রসঙ্গত, বিরাট প্রথম একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় শীর্ষে এসেছিলেন ২০১৩ সালের অক্টোবরে। এখনও অবধি ৮২৫ দিন শীর্ষস্থানে থেকেছেন বিরাট।
এদিকে, নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল উঠে এসেছেন কেরিয়ারের সেরা দুই নম্বরে। বিরাটের থেকে মাত্র এক পয়েন্ট কম কিউয়ি ব্যাটারের। ৭৮৪ পয়েন্ট তাঁর। ভদোদরায় ৮৪ রান করার সুবাদে র্যাঙ্কিংয়ে এই পদোন্নতি হল। রোহিত তিনে নেমেছেন ৭৭৫ নম্বর নিয়ে। পাঁচে আছেন শুভমান গিল। আর দশে শ্রেয়স আইয়ার।
