আজকাল ওয়েবডেস্ক: দুরন্ত ফর্মে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি বিরাট হয়ে ধরা দিয়েছেন। রাঁচি-রায়পুরে জোড়া সেঞ্চুরি করেন। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে কোহলি ৬৫ রান করেন। 

বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিরতেই ভারতও সিরিজ জিতল। যদিও টেস্ট সিরিজে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

সেই বিরাট কোহলিই এবার বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করেছেন। তাঁকে তিনশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কোহলি রাজি হননি। 

পুমার পরিবর্তে কোহলি পথচলা শুরু করেছেন এক ভারতীয় সংস্থার সঙ্গে। এই সংস্থার কর্ণধার অভিষেক গঙ্গোপাধ্যায়। তিনি নিজেও পুমার ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। 

অভিষেক গঙ্গোপাধ্যায় পুমা থেকে বেরিয়ে এসে নিজের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা খুলেছেন। এই সংস্থার নাম এজিলিটাস স্পোর্টস। 

আট বছরের সম্পর্কচ্ছিন্ন করলেন কোহলি। আজ ৮ ডিসেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি এজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছেন। 

২০১৭ সালে পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কোহলি। আট বছর পরে সেই সম্পর্ক শেষ হল। বিরাটের প্রথম চুক্তির পরিমাণ ছিল ১১০ কোটি টাকা। 

এজিলিটাস স্পোর্টসে প্রায় ৪০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছেন কোহলি। পুমার সঙ্গে তাঁর চুক্তি যখন ছিল, সেই সময়ে কোহলি শুরু করেছিলেন ওয়ান এইট সংস্থা।