আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের একদিনের সিরিজকে কেন্দ্র করে চর্চা তুঙ্গে। এই সিরিজ বিশ্বক্রিকেটের দুই পাওয়ার হাউজে আটকে নেই। এখানে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মার। কিন্তু তাঁদের এই মঞ্চ ভেস্তে দিতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস আতঙ্ক সৃষ্টি করছে। ১৯ অক্টোবর শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। কিন্তু রবিবার সকালে পারথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদার অনুযায়ী, রবিবার সকালে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। তাছাড়াও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় ম্যাচ শুরু। বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরী হতে পারে। তবে সুখবরও রয়েছে। 

সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বিকেলে নেই। অর্থাৎ, খেলা শুরু হতে সামান্য দেরী হলেও, পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। শুক্রবার পারথ স্টেডিয়ামে এই সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দুই দলের প্লেয়াররা উপস্থিত ছিল। অস্ট্রেলিয়া দল থেকে ছিলেন মিচেল স্টার্ক এবং ট্রাভিস হেড। ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করেন নীতিশ কুমার রেড্ডি এবং ধ্রুব জুরেল। ফটোশুটে অংশ নেয় চারজন। একটি পোস্টারের সামনে পোজ দেন দুই দলের ক্রিকেটাররা। সংশ্লিষ্ট পোস্টারে সাদা বলের ক্রিকেটে অতীতে দুই দেশের মধ্যে একাধিক স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্তাও ফুটে ওঠে। 

ফটোশুটের আগে ট্রাভিস হেড এবং অক্ষর প্যাটেল মিডিয়ার মুখোমুখি হয়। সিরিজকে কেন্দ্র করে উত্তেজনার কথা তুলে ধরেন দুই তারকা ক্রিকেটার। হেড বলেন, 'পরের কয়েকদিন আমরা ভাল ক্রিকেটের অপেক্ষায়। দুটো দলেরই প্রস্তুতি ভাল হয়েছে। পারথ স্টেডিয়ামের পরিবেশ অসাধারণ। সিরিজ শুরু হওয়ার আদর্শ ভেন্যু। দুটো দলের প্রচুর ভাল মানের প্লেয়ার আছে।' অজি তারকার সঙ্গে সহমত অক্ষর। বলেন, 'অস্ট্রেলিয়া এবং ভারত সবসময় একে অপরের সেরাটা বের করে আনে। এখানকার পরিবেশ দারুণ। আমরা প্রতিযোগিতামূলক সিরিজের অপেক্ষায়। অজিদের মাঠে দুই মহাতারকার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফুটছে ভারতীয় ক্রিকেট।