আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করার পর দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতির জন্য রায়পুরে পৌঁছান বিরাট কোহলি।

হোটেলে প্রবেশের সময় কোহলিকে ঘিরে ধরেন অসংখ্য শিশু। তাদের প্রত্যেকের হাতে ছিল গোলাপ ফুল। শিশুদের এমন ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার।

তিনি সবার কাছ থেকে গোলাপ গ্রহণ করেন, আর সেই মুহূর্তে কোহলির মুখে ফুটে ওঠে এক প্রশান্ত হাসি। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কোহলির ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

তাদের মতে, এই মুহূর্ত আরও একবার প্রমাণ করে দিল দেশজুড়ে কোহলির প্রতি ভালবাসা কতটা গভীর। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনিই।

২০২৭ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও তাড়া করছে তাকে। রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে রাঁচিতে করা ১৩৫ রানের ইনিংসের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চাইবেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার।

৩৭ বছর বয়সে ১২০ বলে ১৩৫ রান করেন কোহলি। ইনিংসে ছিল ৭টি ছয় এবং ১১টি চার। একদিনের দলে আরও একবার নিজের গুরুত্ব প্রমাণ করেন।

শতরানের পর সোশ্যাল মিডিয়া‌ ভেসে যায় পোস্টে। পোস্ট করেন বিরাটের ভাই এবং বোনও। দু'জনেই ভাইরাল 'শুশ'। ইমোজি ব্যবহার করে। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

কোহলি এবং রোহিতের হাসিমুখে ছবি পোস্ট করেন বিরাটের বোন ভাবনা কোহলি ডিঙ্গরা। ছবির ক্যাপশনে সেই বিশেষ ইমোজি। শতরানের পর কোহলির সেলিব্রেশনের একটি কোলাজ পোস্ট করেন বিকাশ কোহলি। সেই পোস্টেও একই ইমোজি ব্যবহার করেন তিনি।

এই ইমোজির অর্থ কী? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সকলেরই জানা। ব্যাট হাতে সমালোচকদের মুখ করে দেন কোহলি।

ইমোজির মাধ্যমেও নিন্দুকদের চুপ করার বার্তা দেন তারকা ক্রিকেটারের দাদা এবং বোন। কয়েকদিন আগে গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে কটাক্ষ করেন কোহলির ভাই বিকাশ কোহলির।

ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন তাঁর দাদা। বিকাশ মনে করেন, বর্তমান ম্যানেজমেন্ট যে পরিবর্তনগুলো এনেছে, তারই প্রভাব পড়ছে দলে।

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন তিনি। লেখেন, ম্যানেজমেন্টের অতিরিক্ত হস্তক্ষেপ সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে।

গম্ভীরের নাম সরাসরি না বললেও, ইঙ্গিত যে সেদিকেই সেটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বিকাশ কোহলি লেখেন, 'একটা সময় ছিল যখন আমরা জেতার জন্য খেলতাম। এমনকী বিদেশের মাটিতেও। এখন আমরা ম্যাচ বাঁচানোর জন্য খেলছি। ভারতের মাটিতেও। এটাই হয় বেশি দাদাগিরি ফলালে। অহেতুক সবকিছু পরিবর্তন করার ফল ভুগতে হচ্ছে।'

কোহলির মাইলস্টোন ছোঁয়ার শতরানে আরও একবার সমালোচকদের বিঁধলেন তারকা ক্রিকেটারের পরিবার। শুধু কোহলির দাদা এবং বোনই নয়, চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে।