আজকাল ওয়েবডেস্ক: চার ম্যাচ পরে  রিয়াল মাদ্রিদ হারিয়েছে বার্সেলোনাকে। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারালেও রিয়াল শিবিরে কিন্তু উৎসব নেই। রিয়াল কোচ জাবি আলোন্সোর সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের সমস্যা নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে ভিনি জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন। 

এল ক্লাসিকো-য় ম্যাচের ৭২ মিনিটে রিয়াল কোচ জাবি আলোন্সো তুলে নেন ভিনিসিয়াসকে। তাঁর পরিবর্তে মাঠে পাঠান রদ্রিগোকে। কোচের এহেন সিদ্ধান্তে বিস্মিত হন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। 

আরও পড়ুন:‌ বৃহস্পতিবারও মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা, ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে কারা যাবে জেনে নিন

ম্যাচ অফিসিয়ালরা ভিনিসিয়াসের জার্সির নম্বর তুললে ভিনিসিয়াস কমপক্ষে পাঁচ বার প্রশ্ন করেন, 'আমি?' উঠে আসার সময়ে তাঁকে বিরক্তির সুরে বলতে শোনা যায়, 'কোচ-কোচ'। 

রিয়াল ম্যানেজার কিন্তু দিমির সঙ্গে  হাত মেলাননি। উলটে ভিনিকে উদ্দেশ্য করে বলেন, ''কাম অন ভিনি, কাম অন।'' 
ভিনিসিয়াস তাঁর পরিবর্ত রদ্রিগোর সঙ্গে করমর্দন করেন ঠিকই। কিন্তু রাগত ভাবে বলতে শুরু করেন, ''আমি চলে গেলে যদি দলের ভাল হয়, তাহলে আমি ক্লাব ছাড়ছি।'' 

ভিনিসিয়াসের এহেন বিস্ফোরণে কিন্তু রিয়ালের ড্রেসিং রুমে অস্বস্তি তৈরি হয়েছে। জয়ের আনন্দ মাটি করে দেন ভিনি জুনিয়র। 

রবিবারের এল ক্লাসিকোর আগে বাজার গরম করে দিয়েছিলেন একা লামিন ইয়ামাল। এতদিন ধরে রোনাল্ডিনহো, মেসি, ইনিয়েস্তার মতো তারকারা যা করার সাহস পাননি মাত্র ১৮ বছর বয়সে ইয়ামাল মাদ্রিদের নামে যা নয় তাই বলে বেড়ালেন। এমনও হয়েছে রোনাল্ডিনহো, ইনিয়েস্তার মতো তারকারা বার্নাবাউতে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন।

দুই ক্লাবের মধ্যে যত বড়ই রাইভ্যালরি থাকুক না কেন এরকম না অসম্মান কেউ করেনি। ইয়ামাল মাদ্রিদকে ‘চুরি’-র অপবাদ দেওয়ার পর থেকেই হাওয়া গরম। ম্যাচে স্প্যানিশ তারকাকে দাঁড়াতে দিলেন না ফুটবলাররা। ম্যাচের পরেও কেউ ছেড়ে কথা বললেন না। পুরো সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামের ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে ইয়ামাল মজার ছলে বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় চুরি করে আর অভিযোগ জানায়।’ কিন্তু মুখে বেশি কথা বললেও কাজের বেলার কিছুই করতে পারলেন লামিন। ম্যাচের শেষে মাদ্রিদ অধিনায়ক ড্যানি কার্ভাহাল ও তাঁর সতীর্থরা ইয়ামালের দিকে তেড়ে যান। ম্যাচে তর্কাতর্কির সৃষ্টি হয়, পরিস্থিতি গরম হয়।

তবে লামিনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বার্সা সমর্থকরাই। তাদের মতে, লামিনের এই আচরণ দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ আগেভাগেই জানিয়েছিলেন দর্শকদের চাপ ইয়ামালের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: পছন্দের খাবার ছেড়েছেন রোহিত, দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট বদল রোহিতের ...