আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাত থেকেই শিরোনামে ভিনেশ ফোগাত। প্রথমে কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালে উঠে রেকর্ড গড়েন। তারপর ১০০ গ্রাম বেশি ওজনের জন্য প্যারিস অলিম্পিক থেকে বাতিল হয়ে। প্রথমে শোনা গিয়েছিল মঙ্গলবার রাতে ২ কেজি ওজন বেড়ে যায় ভারতীয় কুস্তিগিরের। পরে জানা গিয়েছে, এক কেজি ওজন বেশি ছিল ভিনেশের। সাধারণত ৫৩ কেজি বিভাগে অংশ নেন ভারতীয় কুস্তিগির। কিন্তু প্যারিস অলিম্পিকে সেটা বদলে ৫০ কেজি ফ্রিস্টাইলে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর স্বাভাবিক ওজনের সঙ্গে মানানসই ছিল না এই ক্যাটাগরি। নিজের ওজন ৫০ কেজিতে কমিয়ে আনতে বেশ কিছু কঠিন পদক্ষেপ নেন ভিনেশ।
একটি রিপোর্ট অনুযায়ী, প্রথমেই নিজের চুল কেটে ফেলেন। তারপর নিজের শিরা থেকে কিছুটা রক্তও বের করে দেন। তারপরও কাঙ্খিত রেজাল্ট পেলেন না। প্রচুর সাইক্লিং এক্সারসাইজও করেন। মঙ্গলবার রাতে তাঁর ওজন এক কেজি বেড়ে যাওয়ার পর এমনই কিছু অবিশ্বাস্য জিনিস করেন ভিনেশ। এত কিছু করে ৯০০ গ্রাম কমাতে সক্ষম হন ভারতীয় কুস্তিগির। কিন্তু শেষ ১০০ গ্রামই বাধা হয়ে দাঁড়াল। এই বিষয়ে বিস্তারিত জানান আরেক ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। তিনি জানান, কুস্তিগিরদের একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, যার মধ্যে তাঁদের ওজন জমা দিতে হয়। ওজন বেশি থাকলে তাঁকে একটি ডেডলাইন দেওয়া হয়। সেই সময়সীমা পেরিয়ে গেলে আর কিছু করা যায় না। নিজেদের ওজন ধরে রাখতে কুস্তিগিররা কঠোর শারীরিক কসরতের মধ্যে দিয়ে যায়।
টোকিও অলিম্পিকের রূপো জয়ী কুস্তিগির জানান, মঙ্গলবার নিজের বাউট শেষ হওয়ার পর সরাসরি ট্রেনিংয়ে যান ভিনেশ। রাতের খাবার খাননি। বুধবার সকালটাও শুরু করেন ট্রেনিং দিয়ে। প্যারিস অলিম্পিকে আসার আগে ভিনেশ নিজেই জানান, ৫০ কেজি বিভাগে অংশ নিতে প্রচুর পরিশ্রম করেছেন তিনি। একাধিক সওনা সেশন নিতে হয়েছে তাঁকে। অলিম্পিক শুরুর আগেই কোচ তাঁর চুল কাটতে চেয়েছিলেন। যাতে ওজন আরও ৫০ গ্রাম কমে। কিন্তু শেষপর্যন্ত সেটা করেননি তিনি। যদিও প্যারিসে আসার পর নির্দিষ্ট ওজন বজায় রাখতে, নিজেই নিজের চুল কেটে ফেলেন ভিনেশ। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হল না। ভাগ্যের হাতে মার খেলেন ভারতীয় কুস্তিগির।
একটি রিপোর্ট অনুযায়ী, প্রথমেই নিজের চুল কেটে ফেলেন। তারপর নিজের শিরা থেকে কিছুটা রক্তও বের করে দেন। তারপরও কাঙ্খিত রেজাল্ট পেলেন না। প্রচুর সাইক্লিং এক্সারসাইজও করেন। মঙ্গলবার রাতে তাঁর ওজন এক কেজি বেড়ে যাওয়ার পর এমনই কিছু অবিশ্বাস্য জিনিস করেন ভিনেশ। এত কিছু করে ৯০০ গ্রাম কমাতে সক্ষম হন ভারতীয় কুস্তিগির। কিন্তু শেষ ১০০ গ্রামই বাধা হয়ে দাঁড়াল। এই বিষয়ে বিস্তারিত জানান আরেক ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া। তিনি জানান, কুস্তিগিরদের একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, যার মধ্যে তাঁদের ওজন জমা দিতে হয়। ওজন বেশি থাকলে তাঁকে একটি ডেডলাইন দেওয়া হয়। সেই সময়সীমা পেরিয়ে গেলে আর কিছু করা যায় না। নিজেদের ওজন ধরে রাখতে কুস্তিগিররা কঠোর শারীরিক কসরতের মধ্যে দিয়ে যায়।
টোকিও অলিম্পিকের রূপো জয়ী কুস্তিগির জানান, মঙ্গলবার নিজের বাউট শেষ হওয়ার পর সরাসরি ট্রেনিংয়ে যান ভিনেশ। রাতের খাবার খাননি। বুধবার সকালটাও শুরু করেন ট্রেনিং দিয়ে। প্যারিস অলিম্পিকে আসার আগে ভিনেশ নিজেই জানান, ৫০ কেজি বিভাগে অংশ নিতে প্রচুর পরিশ্রম করেছেন তিনি। একাধিক সওনা সেশন নিতে হয়েছে তাঁকে। অলিম্পিক শুরুর আগেই কোচ তাঁর চুল কাটতে চেয়েছিলেন। যাতে ওজন আরও ৫০ গ্রাম কমে। কিন্তু শেষপর্যন্ত সেটা করেননি তিনি। যদিও প্যারিসে আসার পর নির্দিষ্ট ওজন বজায় রাখতে, নিজেই নিজের চুল কেটে ফেলেন ভিনেশ। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হল না। ভাগ্যের হাতে মার খেলেন ভারতীয় কুস্তিগির।
