আজকাল ওয়েবডেস্ক: রাখি পূর্ণিমার আগের রাতেই বাড়ি ফিরে এসেছে বোন। আনন্দ ধরছে না দাদার। খুশিতে ডগমগ গোটা ফোগাত পরিবার। আরও বিশেষ দিনে তারকা বোনকে স্পেশাল গিফট দিলেন ভিনেশ ফোগাতের দাদা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ভারতীয় কুস্তিগিরকে হাতে একগোছা পাঁচশো টাকার নোট নিয়ে দেখা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে হাসছেন তাঁর দাদা। সেই পোস্ট এক্স এ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে ভিনেশ বলেন, 'আমার বয়স প্রায় ৩০ ছুঁইছুঁই। গত বছর ও আমাকে শুধু ৫০০ টাকা দিয়েছিল। তারপর আজ এটা দিল। আমার মনে হচ্ছে ও নিজের সারা জীবনের উপার্জনের পুরো টাকাটাই আমাকে দিয়ে দিয়েছে।' মজার ছলে এটা বলেন ভিনিশ। তারপর ভাই-বোন দু'জনেই হাসিতে লুটিয়ে পড়েন। 

শনিবার প্যারিস থেকে দেশে পা রাখার পরই তাঁকে গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হয়। ভারতীয় কুস্তিগিরকে স্বাগত জানাতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে হাজির ছিলেন সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। তাঁদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ভিনেশ। কান্নায় ভেঙে পড়েন। বিমানবন্দর থেকে গ্রাম পর্যন্ত প্রায় ১৩৫ কিলোমিটারের রাস্তা তাঁকে খোলা জিপে নিয়ে যাওয়া হয়। তার মাঝেই বেশ কয়েকটা জায়গায় সংবর্ধনা দেওয়া হয়। নিজের গ্রাম বালালিতে পৌঁছতে মাঝরাত হয়ে যায় ভিনেশের। কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। ভারতীয় কুস্তিগিরকে সোনার পদক দিয়ে বরণ করে নেওয়া হয়। যা আবারও আবেগপ্রবণ করে তোলে ভিনেশকে। জানান, গ্রামের মেয়েদের তিনি কুস্তি শেখাতে চান। আশা, একদিন ভিনেশকেও ছাপিয়ে যাবে তাঁরা।