আজকাল ওয়েবডেস্ক: কুস্তির ম্যাট থেকে রাজনীতির ময়দান। বদলাতে পারে ভূমিকা। আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেন ভিনেশ ফোগাত। কার বিরুদ্ধে জানেন? বোন ববিতা ফোগাতের বিপক্ষে। একই পরিবারের দুই মেয়েকে রাজনীতির ময়দানে লড়তে দেখা যেতে পারে। ভারতীয় কুস্তিগিরের কাছের লোকেদের এমনই দাবি। তবে ভিনেশ জানিয়ে দিয়েছেন, এখনই রাজনীতিতে প্রবেশ করতে চান না তিনি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, তাঁকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোন দলের পতাকা তাঁর হাতে উঠবে এখনও জানা যায়নি। কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ভিনেশকে সংবর্ধনা দেন। ভারতীয় কুস্তিগিরের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র বলেন, 'হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভিনেশ ফোগাত এবং ববিতা ফোগাতের লড়াই দেখা যেতেই পারে। একইসঙ্গে বজরং পুনিয়া ও যোগেশ্বর দত্তের মধ্যেও লড়াই হতে পারে। কয়েকটা রাজনৈতিক দল ভিনেশকে রাজি করানোর চেষ্টা করছে।' যদিও এখনও ভবিষ্যতের পরিকল্পনা জানাননি ভারতীয় কুস্তিগির। শুধু জানান, নিজের গ্রাম বালালির মেয়েদের কুস্তি শেখাতে চান তিনি। 

প্যারিস থেকে দেশে ফিরতেই সংবর্ধনার বন্যায় ভাসেন ভিনেশ। একপ্রস্থ অনুষ্ঠান চলে দিল্লির বিমানবন্দরে। তারপর খোলা জিপে করে প্রায় ১৩৫ কিলোমিটারের পথ অতিক্রম করে বালালিতে পৌঁছন। গ্রামে পা রাখতেই চমক অপেক্ষা করছিল ভিনেশের জন্য। গ্রামের বয়স্করা তাঁর গলায় সোনার পদক পরিয়ে দেয়। ওঠে স্লোগান। হাসিমুখে, দু'হাত জোড় করে সেটা গ্রহণ করেন ভারতীয় কুস্তিগির। তাঁকে এত ভালবাসা এবং সম্মান জানানোর জন্য ভারতবাসীর কাছে কৃতজ্ঞ ভারতীয় কুস্তিগির। এবার নিজের গ্রামকে কিছু ফিরিয়ে দিতে চান।