আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড প্রসঙ্গে ভিনেশ ফোগাতের উদাহরণ টেনে আনলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাস হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, প্যারিস অলিম্পিক থেকে সোনা নিয়ে ফেরা উচিত ছিল ভিনেশ ফোগাতের। সাক্ষী মালিকদের প্রতিও অন্যায় হয়েছে। মমতা ব্যানার্জি বলেন, 'ভিনেশ ফোগাত সোনা আনতে পারত। ন্যায্য বিচার হয়নি। ওর প্রতি অন্যায় হয়েছে। সাক্ষীরাও অত্যাচারের শিকার হয়েছে।' প্রসঙ্গত, কুস্তির ৫০ কেজি ফাইনালের দিন সকালে ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিকে সোনার ম্যাচে নামতে পারেননি ভিনেশ। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। প্রথমে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করেন ভিনেশ। কিন্তু সেটা খারিজ হয়ে যায়। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভারতীয় কুস্তিগির। দীর্ঘ দিন ধরে বিবেচনা করার পর, তারিখের পর তারিখ পিছনোর পর ক্রীড়াক্ষেত্রের শীর্ষ আদালতও ভিনেশের আবেদন খারিজ করে দেয়। শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হয় ভারতীয় কুস্তিগিরকে। 

অন্যদিকে দিনের পর দিন দিল্লির যন্তরমন্তরে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত, বজরং পুনিয়ারা।‌ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভারতীয় কুস্তি সংস্থার প্রধানের পদত্যাগের দাবি জানায় সাক্ষী, ভিনেশরা। দিনের পর দিন পথে বসে আন্দোলন চালান তাঁরা। কিন্তু বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা ভারতের মহিলা কুস্তিগিরদের পুলিশের লাঠি খেতে হয়। তাঁদের আন্দোলন ভাঙতে লাঠিচার্জ করা জয়। অলিম্পিকে পদক জয়ী সাক্ষীদের টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের ভ্যানে। মঙ্গলবার বিধানসভায় মেয়েদের প্রতি অন্যায়, অত্যাচার প্রসঙ্গে ভিনেশ, সাক্ষীদের ঘটনার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।