আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী শতরানের ওপর ভর করে ভারত শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫০ ওভারে ঝোড়ো ৪৩৩/৬ রান তোলে।
এটি ভারতের অনূর্ধ্ব-১৯ ওডিআই ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর। একই সঙ্গে ভারত প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে তিনবার ৪০০ রানের বেশি স্কোর তোলার নজির গড়ল।
এর আগে ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর ছিল ৪২৫/৩ এবং ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে ৪০৫/৫।
এদিন ভারতের হয়ে মাত্র ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী খেললেন অনবদ্য এক ইনিংস। ৯৫ বলে ১৭১ রান করলেন তিনি।
যা ভারতীয় ক্রিকেটারদের অনুর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ছিল ১৪টি ছয় ও ৯টি চার।
এদিন শুরু থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটের মোডে ছিলেন তিনি। যা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বাধিক ছয়ের রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দরবিশ রাসুলির। যিনি ২০১৭ সালে এক ইনিংসে ১০টি ছয় মেরেছিলেন। তবে একটি রেকর্ড করেও থামেননি বৈভব।
তিনি ভাঙলেন আরও একটি এশিয়ান রেকর্ড। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বাধিক ছয়ের মালিকানা। রাসুলির ছিল ২২টি ছক্কা মারার রেকর্ড।
সেই জায়গায় সূর্যবংশী এখন পৌঁছে গিয়েছেন ২৬টি ছক্কায়। বৈভব সূর্যবংশীর এই দুরন্ত ইনিংস ভারতীয় যুব দলের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলল।
শুরু থেকেই ভারতের ইনিংসের হাল ধরেছিলেন মাত্র ১৪ বছরের ওপেনার বৈভব সূর্যবংশী। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা বজায় রেখে তিনি খেলেন দুর্দান্ত এক ইনিংস, ৯৫ বলে ১৭১ রান।
নিয়ন্ত্রিত আগ্রাসনের অসাধারণ প্রদর্শন ছিল তাঁর ব্যাটিংয়ে, যার ওপর ভর করে ভারত মজবুত ভিত গড়ে তোলে এবং পরের ব্যাটাররা সেই সুযোগটিকে কাজে লাগান দারুণভাবে।
মিডল অর্ডার থেকেও প্রয়োজনীয় সহায়তা পায় টিম ইন্ডিয়া। অ্যারন জর্জ এবং বিহান মালহোত্রা দু’জনেই দুরন্ত ফর্মে থেকে ৬৯ রানের চমৎকার ইনিংস খেলেন। তাঁরা ধারাবাহিক ভাবে রান তুলতে থাকায় রানের গতি কখনওই কমে যায়নি, বরং দলকে বড় স্কোরের দিকে ঠেলে দেয়।
আরও বড় কথা, এই ইনিংস ভারতের অনুর্ধ্ব-১৯ দলকে যুব ওডিআই ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ হিসেবে প্রতিষ্ঠিত করল। তিনটি ৪০০+ ইনিংসের নজির এখন ভারতের দখলে।
বিশ্বের মাত্র কয়েকটি দলই অনুর্ধ্ব ১৯ একদিনের ম্যাচে ৪০০ রানের গণ্ডি ছাড়াতে পেরেছে। তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা তাদের মধ্যে অন্যতম।
তবে এখনও সর্বোচ্চ দলগত রানের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলেই রয়েছে। ২০০২ সালে কেনিয়ার বিরুদ্ধে তাদের অবিশ্বাস্য ৪৮০/৬।
ভারতের এই দুর্দান্ত পারফরম্যান্স আবারও প্রমাণ করল দলের অপরিসীম প্রতিভা এবং ব্যাটিং শক্তি। ফলে আসন্ন এশিয়া কাপে ভারতকে এখন টুর্নামেন্টের একচ্ছত্র ফেভারিট হিসেবেই দেখছে ক্রিকেটবিশ্ব।
