আজকাল ওয়েবডেস্ক: উল্কার গতিতে তাঁর উত্থান। যাঁকে নিয়ে সেভাবে কেউ ভাবনাচিন্তা করতেন না, সেই রিঙ্কু সিংই এখন প্রচারের সার্চলাইট কেড়ে নিচ্ছেন। খেলার মাঠে অসম্ভবকে সম্ভব করেন ছক্কা মেরে। জাতীয় দলের জার্সিতেও তিনি সমান সাবলীল। আবার আইপিলের পৃথিবী তাঁকে আচম্বিতেই এনে দিয়েছে যশ-খ্যাতি। সেই রিঙ্কু সিং এবার শুরু করতে চলেছেন নতুন এক জীবন।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই মনে করতে পারেন তারকা ক্রিকেটারের বিয়ে নিয়ে বলা হচ্ছে। কিন্তু তা নয়। যোগী আদিত্যনাথ সরকার তাঁকে নতুন পদে বহাল করতে চলেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রিয়া সরোজের সঙ্গে বিয়ের পরই রিঙ্কু বনে যাবেন সরকারি অফিসার। ২০২২ সালের আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি অনুযায়ী ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হবে রিঙ্কুকে। যে সব খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন, সংশ্লিষ্ট রাজ্যের নাম ছড়িয়ে দিয়েছেন, তাঁদের জন্যই উত্তর প্রদেশ সরকারের এই বিশেষ পদ।
ডিরেক্টর অফ বেসিক এডুকেশনের তরফ থেকে তাঁর কাছে ইতিমধ্যেই সরকারি ভাবে বিজ্ঞপ্তি পঠানো হয়ে গিয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রিয়া সরোজের সঙ্গে বিয়ের পরই কেকেআর-এর এই তারকা সরকারি অফিসার হিসেবে কাজ শুরু করবেন।
এদিকে তাঁর বিয়ে নিয়ে খবর প্রকাশ্যে এসেছে। চলতি বছরের নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রিঙ্কুর। কিন্তু তা পিছিয়ে দিলেন তিনি। সেই বিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু। সেই কারণেই নভেম্বরে বিয়ে করবেন না তিনি। আপাতত রিঙ্কুর সরকারি চাকরির খবর নিয়েই জোর চর্চা দেশের ক্রিকেটমহলে।
