আজকাল ওয়েবডেস্ক:‌ ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতে মাঠেই হার্ট অ্যাটাক। মারা গেলেন উরুগুয়ের ২৭ বছর বয়সি ফুটবলার জুয়ান ইজকুয়ের্দো। ২২ আগস্ট অর্থাৎ গত বৃহস্পতিবার লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সাও পাওলোর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন উরুগুয়ের ন্যাশিওনাল ক্লাবের ফুটবলার জুয়ান। খেলা চলছিল সাও পাওলোর মুরুম্বি স্টেডিয়ামে। বিরতির পর মাঠে নেমেছিলেন জু্য়ান। কিন্তু ৮৪ মিনিটের মাথায় হঠাৎই জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান তিনি। সে সময়ে তাঁর পায়ে বল ছিল না বা অন্য কোনও খেলোয়াড়ের সঙ্গে কোনও সংঘর্ষও হয়নি তাঁর। 

 

 


গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন জুয়ান। রবিবার থেকে ছিলেন ভেন্টিলেশনে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল বিবৃতিতে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে মারা যান জুয়ান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ক্লাব ন্যাশিওনাল। ঘটনার দিন জুয়ান জ্ঞান হারিয়ে পড়ে যেতেই বাকি খেলোয়াড়রা চিকিৎসকদের ডাকেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

 

 


জুয়ানের মৃত্যুতে তাঁর ক্লাব ন্যাশিওনাল বিবৃতিতে বলেছে, ‘‌জুয়ানের মৃত্যুতে ক্লাব শোকাহত। তাঁর পরিবার, সতীর্থ ও বন্ধুদের জানাই সমবেদনা।’‌ 
২০১৮ সালে ফুটবল জীবন শুরু করেছিলেন জুয়ান। কে জানত মাত্র ছয় বছরেই তা শেষ হয়ে যাবে!‌