আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের অ্যাকাডেমির সামনে টাঙানো ব্যানারে লেখা রয়েছে 'চ্যাম্পিয়ন্স মেকিং চ্যাম্পিয়ন্স'। আর শনিবার উলুবেড়িয়া স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়নদের মতোই জয় দিয়ে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের অভিযান শুরু করল ইউকেএসসি।
প্রতিযোগিতা তুলনায় এবার কঠিন হলেও এদিন দলের খেলায় চ্যাম্পিয়ন মাইন্ডসেট দেখা গেল পুরোদমে। চলতি মরশুমে দলে প্রচুর পরিবর্তন হয়েছে। নতুন কোচ ইয়ান ল- এর অধীনে এদিন ১-০ গোলে কলকাতা পুলিশ ক্লাবকে হারাল ইউকেএসসি। ম্যাচের একমাত্র গোলটি করেন ইউনাইটেড কলকাতার জিতেন মুর্মু। ৯০ মিনিট জুড়েই মাঠে আধিপত্য ছিল ইউনাইটেড কলকাতারই। মুহুর্মুহু আক্রমণ, তেমনই ছন্দে থাকা ডিফেন্সের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি পুলিশ দলের খেলোয়াড়রা। কিন্তু আধিপত্য রাখলেও কাঙ্ক্ষিত গোল আসতে ইউকেএসসিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ পর্যন্ত।
এদিন প্রথমার্ধে কোনও দল গোল করতে না পারলেও নয়া কম্বিনেশনে এদিন ভাল ছন্দে দেখা যায় ইউকেএসসিকে। বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল আসেনি। রাকেশের একটি শট বারে লেগে ফিরে আসে। ফরোয়ার্ড জেকব বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন। ভিনিল পূজারির জায়গায় নামেন আকাশ ওঁরাও। কিছুক্ষণ পর আরও দুটো পরিবর্তন। ফরোয়ার্ড জেকবের জায়গায় আসেন জিতেন মুর্মু এবং হর্ষ পারুইয়ের জায়গায় তুহিন সিকদার।
ফ্রেশ লেগস নামিয়ে খেলার গতি আরও বাড়িয়ে দেয় ইউনাইটেড কলকাতা। পুলিশ ক্লাবের রক্ষণ বিভাগকে টানা চাপে রাখতেই ৮০ মিনিটের মাথায় আসে কাঙ্খিত গোল। বাঁদিক থেকে ইউনাইটেডের আক্রমণ উঠে আসছিল। কলকাতা পুলিশ ক্লাবের ডিফেন্ডারের পায়ে লেগে ফিরতি বল জালে জড়ান জিতেন। ম্যাচের সেরাও হন তিনি। নতুন কোচ, একাধিক নতুন ফুটবলার থাকার কারণে কিছু কিছু জায়গায় চাপে পড়ে যাচ্ছিলেন ইউকেএসসির ফুটবলাররা। তবে লিগ যত এগোবে ততই এই ছোট ভুল কাটিয়ে আরও বিপজ্জনক হয়ে উঠবে টিম এমনটাই জানালেন ক্লাবের একাংশ।
এরপর আগামী বুধবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামবে ইউকেএসসি। উল্লেখ্য, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা হলেও মাঠের অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করলেন অনেকেই। একে তো বৃষ্টি, তার ওপর মাঠের ঘাস ঊঠে গিয়েছে, বল ঠিকমত যাচ্ছে না, অসমান বাউন্স, ফুটবলারদের চোট লাগার আশঙ্কা রয়েছে। সে কারণে কিছু সময়ে সাবধানতা অবলম্বন করে খেলতে দেখা যায় ফুটবলারদের।
