আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্বের আট ম্যাচ হয়ে গিয়েছে, সুপার সিক্স প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতেও জয় ছাড়া কিছুই ভাবছেন না ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ফুটবলাররা। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইউকেএসসি মুখোমুখি হয়েছিল শ্রীভূমি এফসির। গোটা ম্যাচ জুড়েই একচ্ছত্র দাপট বজায় তো রইলই, পাশাপাশি সুপার সিক্সের দিকেও এক পা বাড়িয়ে রাখলেন রাহুল ভিপি, শুভ বিশ্বাসরা। তবে ৯০ মিনিট লড়াই করেও বেশ কিছু সুযোগ নষ্টের ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল ইউনাইটেড কলকাতাকে।  ম্যাচ গোলশূন্য ড্র করলেও গোটা ম্যাচ লড়াই করে গেলেন ফুটবলাররা। এদিন প্রায় দু'সপ্তাহ পর কলকাতা লিগে নামল ইউকেএসসি। লম্বা বিরতির প্রভাব ম্যাচে কিছুটা দেখা গেলেও লড়াইয়ে কোনও খামতি দেখা যায়নি।

বৃহস্পতিবার প্রথমার্ধ থেকেই শ্রীভূমির বক্সে আক্রমণের ঝড় ওঠে। বিশেষ করে মাঝমাঠে প্রজ্ঞান এবং ডিফেন্সে নারায়ণ দাসের পারফরম্যান্স চোখে পড়ার মতো। উল্টোদিকে, শুরু থেকেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই ভরসা রেখেছিল শ্রীভূমি।  প্রথমার্ধ এদিন ছিল গোলশূন্য। একের পর এক অ্যাটাক করলেও, ম্যাচে দখল রাখলেও গোল আসেনি প্রথম হাফে। দুই ফরোয়ার্ড জিতেন এবং জেকব একসঙ্গে শুরু করেছিলেন। ম্যাচের শুরুতেই বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় ইউকেএসসি। প্রজ্ঞানের জোরালো শট বার ঘেঁষে বেরিয়ে যায়। প্রথম ৪৫ মিনিটে তেমন সুযোগ আসেনি কোনও দলের কাছেই।

আরও পড়ুন: লিগ শুরুর আগেই সুপার কাপ, আইএসএল হবেই, দাবি ফেডারেশনের সভাপতির

কিন্তু সুযোগ বেশি তৈরি করেছিল ইউনাইটেড কলকাতাই। অ্যাটাকিং থার্ডে গিয়ে ফিনিশ না করতে পারাটাই এদিন ড্রয়ের মূল কারণ হয়ে দাঁড়াল। দ্বিতীয়ার্ধে শুভ বিশ্বাস এবং হর্ষ পাড়ুইকে বসিয়ে আক্রমণ বাড়াতে জয় ভট্টাচার্য এবং আকাশ ওঁরাওকে নামান ইউকেএসসি কোচ ইয়ান ল। পরিবর্তন আসে শ্রীভূমির দলেও। ফরোয়ার্ড পীযূষের জায়গায় নামেন আজহারউদ্দিন মল্লিক। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বক্সের সামান্য বাইরে থেকে সুযোগ এসেছিল জিতেন মুর্মুর কাছে। কিন্তু তাঁর শট সোজা শ্রীভূমি গোলরক্ষক শুভমের হাতে যায়। সবথেকে ভাল সুযোগ এসেছিল ৭০ মিনিটের মাথায় রাহুল ভিপির কাছে। বাঁদিক থেকে বল ধরে বক্সের ভিতর ঢুকে গিয়েছিলেন কেরালাইট উইঙ্গার। কিন্তু তাঁর শট ব্লক করে দেন শ্রীভূমি ডিফেন্ডারা। শেষ কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়াতে নংডম্বা নাওরেমকেও নামিয়েছিলেন ইয়ান ল।

কিন্তু প্রতীক্ষিত গোল আর আসেনি।  ৯০ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার প্রজ্ঞানকে।ফলে, আগামী ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে এদিন দলের খেলায় অসন্তোষ প্রকাশ করলেন ইউকেএসসি কোচ ইয়ান ল নিজেও। ম্যাচের পর জানালেন, এই মরশুমের সবথেকে খারাপ ম্যাচ খেললাম। প্রথম ১৫ মিনিট আমরা যে ফুটবলটা খেলেছি সেটা চলতি কলকাতা লিগের সবথেকে খারাপ ফুটবল। আমরা ভাগ্যবান যে এক পয়েন্ট পেয়েছি। শ্রীভূমি যে আমাদের আটকাতে পেরেছে সেটা ওদের জয়। একাধিক ফ্রি কিক, কর্নার নষ্ট করেছি।' উল্লেখ্য, বর্তমানে আট ম্যাচে দুটি ড্র এবং ছ'টি জয় পেয়ে ২০ পয়েন্টে রয়েছে ইউনাইটেড কলকাতা। আগামী ১৪ আগস্ট তাঁরা কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভবানীপুরের।