আজকাল ওয়েবডেস্ক: ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি। এই আবহে প্রশ্ন উঠেছে মোহনবাগান কি ইরানে এসিএল টু খেলতে যাবে?
ইরান এখন অস্থির। ২ অক্টোবর এসিএল-২-তে ইরানের ক্লাব ট্রাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে হোসে মোলিনার দলের। এই পরিস্থিতিতে ইরানে গিয়ে মোহনবাগানের খেলার ব্যাপারে তৈরি হয়েছে সংশয়।
যদিও মোহনবাগানের নিরাপত্তাজনিত ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে এএফসির তরফে। কিন্তু ইরানে গিয়ে খেলার বিষয়ে বরফ এখনও গলেনি বলেই খবর। আইএসএলে শনিবার কান্তিরাভায় গিয়ে সুনীল ছেত্রীদের কাছে বিধ্বস্ত হয়েছে মোহনবাগান। বেঙ্গালুরু থেকেই ইরানে উড়ে যাওয়ার কথা ছিল হোসে মোলিনার ছেলেদের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাগানের ফুটবলাররা রবিবার ফিরে আসছেন কলকাতায়।
এখনও পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ মোহনবাগান একটি ম্যাচ খেলেছে। রাভশনের সঙ্গে সেই ম্যাচ ড্র করেছিল। গ্রুপ এ-র পয়েন্ট তালিকায় ট্রাক্টর শীর্ষে। মোহনবাগান রয়েছে তিন নম্বরে। শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়।
