আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মঞ্চ থেকে তিলক বর্মার উত্থান কারোর অজানা নয়। রবিবার ধর্মশালায় মাইলস্টোন পেরোলেন বাঁ হাতি ব্যাটার। রান তাড়া করতে নেমে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন তিলক। টি-২০ ক্রিকেটে রান তাড়ার ক্ষেত্রে সবচেয়ে ভাল গড় ২৩ বছরের ব্যাটারের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রমশ নিজেকে নির্ভরযোগ্য করে তুলছেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে বড় রান না হলেও ম্যাচের নিরিখে তাৎপর্যপূর্ণ। ৩৪ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন। তাতে ছিল তিনটে বাউন্ডারি। তাঁর ব্যাটে ভর করে ১৫.৫ ওভারে ১১৮ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত। এই ইনিংস তাঁকে পৌঁছে দেয় এলিট ক্যাটাগরিতে। এই ইনিংসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলকের গড় ৭০.৫০। যা একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল কোহলির। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর গড় ছিল ৭০.২৮। সেটা ছাপিয়ে যান তিলক।
সবচেয়ে বড় ল্যান্ডমার্ক রান তাড়া করে। টি-২০ তে রান তাড়া করে তিলকের গড় ৬৮। এই বিষয়েও ছাপিয়ে যান কোহলিকে। বিরাটের গড় ছিল ৬৭.১। তারকা ক্রিকেটারের মতো বর্তমানে রান তাড়া করে দলকে জেতানোর ক্ষেত্রে তিলক একনম্বরে। টি-২০ ক্রিকেটে পরে ব্যাট করে ১৬ ইনিংসে ৫৪৩ রান করেন। সর্বোচ্চ রান অপরাজিত ৭২। চাপ নিয়ে খেলতে পারেন। উইকেটে থিতু হওয়ার পাশাপাশি হাতে বড় শটও আছে। অন্যদিকে ৪৮ টি-২০ কোহলির রান ২০১৩। গড় ৬৭.১০। সর্বোচ্চ অপরাজিত ৯৪। তিন নম্বরে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন তিলক। এই জায়গায় ব্যাট করে ১৪ ইনিংসে ৪৬৮ রান করেন। গড় ৫৮.৫। স্ট্রাইক রেট ১৬০.২৭। তাতে রয়েছে দুটো শতরান এবং দুটো অর্ধশতরান।
চলতি সিরিজেও দারুণ ছন্দে আছেন। তিন ম্যাচে তাঁর রান ১১৩। মোট ৩৯ টি-২০ ইনিংসে তিলকের রান ১১১০। গড় ৪৮.২৬। স্ট্রাইক রেট ১৪২.৪৯। তারমধ্যে রয়েছে দুটো শতরান এবং পাঁচটি অর্ধশতরান। মাত্র ২৩ বছরে এই রেকর্ড। অর্থাৎ, ভাবা যেতেই পারে ভারত কোহলির পর নতুন ফিনিশার পেয়ে গিয়েছে। যে ইতিমধ্যেই 'চেজমাস্টার' কে টপকে গিয়েছে। রবিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ১১৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ রান আইডেন মার্করামের। ৪৬ বলে ৬১ রান করেন প্রোটিয়া অধিনায়ক। বাকি ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেনি। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। শুরুটা ভাল করেন অভিষেক শর্মা এবং শুভমন গিল। প্রথম উইকেটে ৬০ রান যোগ করেন। বাকি কাজটা সারেন তিলক বর্মা।
