আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে হার। সিরিজে ১–২ পিছিয়ে আছে টিম ইন্ডিয়া। যা খবর, তাতে বেশ কিছু ক্রিকেটারের পারফরম্যান্সে বিরক্ত হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম এগারোয় হতে পারে একাধিক বদল।
অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে প্রথম টেস্টেই হেরে গিয়েছিলেন শুভমন গিল। কিন্তু দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। তারপর আবার তৃতীয় টেস্টে হার। হাতে আছে আর দুটি টেস্ট। এখান থেকে সিরিজ জিততে হলে দুটোই জিততে হবে ভারতকে। আর একটি টেস্ট হারলে সিরিজ হারাতে হবে।
এটা ঘটনা, লর্ডস টেস্ট জিতে সিরিজে ২–১ এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ ছিল ভারতের কাছে। সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন বোলাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভরাডুবি হয়। টপ অর্ডার ডাহা ফেল। লোয়ার অর্ডার মরিয়া লড়াই করলেও হার বাঁচাতে পারেনি ভারত। মাত্র ২২ রানে ম্যাচ হার ভারতীয় শিবিরকে বড় ধাক্কা দিয়েছে। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। সিরিজ জিইয়ে রাখতে ভারতকে জিততেই হবে। একাধিক পরিবর্তন হতে পারে টিমে।
বুমরা ম্যাঞ্চেস্টারে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আগেই বলা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলানো হবে না। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন বুমরা। যা পরিস্থিতি তাতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরা খেলবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে অনেকটা গ্যাপ থাকায় মনে করা হচ্ছে, ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলানো হলেও হতে পারে।
এদিকে, বিরাট–রোহিতের টেস্ট অবসরের পর আট বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। স্বাভাবিক ভাবেই এই সিরিজে বাড়তি নজর ছিল টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় ব্যাটার করুণের দিকে। যদিও ছয় ইনিংস খেলে ফেললেও ভরসা দিতে ব্যর্থ। লর্ডসেই তাঁকে বসানোর সম্ভাবনা ছিল। তবে অভিজ্ঞতার নিরিখে সুযোগ দেওয়া হয়েছিল। ম্যাঞ্চেস্টারে তাঁর পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণ কিংবা সাই সুদর্শনের মধ্যে একজনকে খেলানোর সম্ভাবনা প্রবল।
লিডসে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। যদিও হতাশ করেন। পরের ম্যাচেই বাদ পড়েন। অন্য দিকে, প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক ভাল খেলে যাওয়া অভিমন্যু ঈশ্বরণ রয়ে গিয়েছেন ওয়েটিং লিস্টেই। ভারত এ দলের ক্যাপ্টেন তিনি, সিনিয়র দলে একাধিক সিরিজে স্কোয়াডে রাখা হলেও খেলানো হয়নি একটি ম্যাচও। এবার তাঁকে সুযোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: ভোটের আগে ফের নয়া চাল নীতীশের, করে দিলেন এই বড় ঘোষণা
আবার লর্ডসে ভাল বোলিং করেছেন ওয়াশিংটন সুন্দর। তবে অলরাউন্ডার হিসেবে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল, তা পাওয়া যায়নি। ফলে প্রথম একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। ঝুঁকি নিতে চাইলে স্পেশালিস্ট বোলার বা ব্যাটার খেলানো হতে পারে। ব্যাটার খেলাতে চাইলে, ধ্রুব জুরেলের সম্ভাবনা প্রবল। বোলার খেলাতে চাইলে অর্শদীপকে সুযোগ দেওয়া হতে পারে। বাঁ হাতি পেসার থাকলে বোলিংয়ে বৈচিত্রও বাড়বে। কিংবা আরও বৈচিত্র আনতে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। বাঁ হাতি রিস্ট স্পিনার হওয়ায় ইংল্যান্ডকে প্রবল চাপে ফেলতে পারবেন তিনি। এমনটাই মনে করা হচ্ছে।
