আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি বছরই বিহারে হবে বিধানসভা ভোট। তার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পরিবার ১২৫ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি পাবেন। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানান নীতীশ। এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে জানা গিয়েছে। 


বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার পোস্টে লেখেন, ‘‌আগামী ১ আগস্ট থেকেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন প্রত্যেকে। এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে। একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ আগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।’‌


ভোটের আগে এটা যে নয়া চাল তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ। জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার।

 

আরও পড়ুন:‌ হরভজনের এই রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের মাহেদি, কোন নজির গড়লেন তিনি জানুন 


প্রসঙ্গত, আগামী অক্টোবর–নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হতে পারে। তার আগে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন নীতীশ। যেমন বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবার। এর আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতীশ। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, এক লাফে ৭০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। নীতীশ আগেই জানিয়েছিলেন, জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। গত ৮ জুলাই বিহারের মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সে রাজ্যের মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।


গত ৩ জুলাই নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ (স্বল্প মেয়াদে কোনও জায়গায় হাতে–কলমে কাজ শেখার সুযোগ) বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা করে দেওয়া হবে। যাঁদের আইটিআই–এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা করে পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়। আবার অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। 


রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারের গরিব, মহিলা, ছাত্র–যুবদের ভোট নিজেদের ঝুলিতে ভরতে এই জনমুখী প্রকল্পগুলির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।