আজকাল ওয়েবডেস্ক: একসময়ে আইপিএল মাতিয়েছেন এবি ডিভিলিয়ার্স।  এবার আইপিএল খেতাব জিতেছে আরসিবি। বিরাটদের চ্যাম্পিয়ন হওয়ার দিনে মাঠে উপস্থিত ছিলেন ডিভিলিয়ার্স।

আরসিবি ছাড়াও প্রাক্তন প্রোটিয়া তারকা দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেন। দিল্লিতে তিন মরশুম ছিলেন ডিভিলিয়ার্স। দিল্লি ছাড়ার ১৫ বছর পরে ডিভিলিয়ার্স বললেন, ওই দলে বেশ কয়েকজন বিষাক্ত লোক ছিল। 

সেই সব বিষাক্ত লোকের নাম তিনি নেননি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকাকে বলতে শোনা গিয়েছে, "তোমাদের নাম বলতে আমার খারাপ লাগবে। জ্বালিয়ে মারছিল। দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থা খারাপ ছিল। ওই দলে অনেক বিষাক্ত চরিত্র ছিল।" ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে একথা জানিয়েছেন ডিভিলিয়ার্স। 

তাঁর সময়ের দিল্লি ডেয়ারডেভিলস অম্লমধুর ছিল। গ্লেন ম্যাকগ্রা, ড্যানিয়েল ভেট্টোরিদের মতো তারকাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন এবিডি। 

তিনি বলছেন, ''একাধিক কিংবদন্তি দলে। গ্লেন ম্যাকগ্রা, ড্যানিয়েল ভেট্টোরিদের মতো কিংবদন্তিদের সঙ্গে সাজঘর শেয়ার করেছি। আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। এরা আমার কাছে নায়ক ছিল। এদেরকে দেখেই বড় হয়েছি। ফলে এদের প্রতি আমার সমীহ ছিল।'' 

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সংযোজন, ''একদিকে কিংবদন্তিদের উপস্থিতি। অন্যদিকে ক্যান্সার-চরিত্রদের আধিক্য দিল্লি দলে। তাঁদের নাম নিতে চাই না। এই তিনবছর আমার কাছে অম্লমধুর ছিল।'' 

দিল্লি ডেয়ারডেভিলসে খেলার সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, ''২০০৯ সালটা ভালই গিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএলে প্রায় পুরো মরশুমই খেলেছিলাম। ফিরে আসার পরে মনে হয়েছিল আমি সাবালক হয়েছি। হঠাৎই আমাকে আর খেলানো হল না। আমার মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হয়েছিল। বলা হয়েছিল আমাকে রিটেন করা হবে। পরের মিনিটেই দেখি আমি নিলামে। কী হল, তা বুঝতেই পারিনি। অদ্ভুত অদ্ভুত সব জিনিস ঘটত।''