আজকাল ওয়েবেস্ক: মিচেল স্টার্কের বলের গতি প্রতি ঘণ্টায় ১৭৬.৫ কিমি! সোশ্যাল মিডিয়া তোলপাড় অজি তারকার বলের গতি নিয়ে। স্টার্ক দ্রুতগতিতে বল করেন ঠিকই কিন্তু তিনি গতিদানব নন।
ঘণ্টায় ১৭৬.৫ কিমি বেগে ধেয়ে আসা বল সামলাতে মাথার ঘাম পায়ে ফেলার জোগাড় হবে ব্যাটারের। সেই সময়ে স্টার্কের মোকাবিলা করছিলেন রোহিত শর্মা। তিনি এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। তবে স্টার্কের যে ডেলিভারি নিয়ে এত চর্চা হচ্ছে, সেই সময়ে রোহিতই ব্যাট করছিলেন স্টার্কের বিরুদ্ধে। খুব সহজেই রোহিত সিঙ্গল নেন।
Mitchell Starc breaks Shoaib Akhtar’s 22 year old record for the fastest delivery in cricket history! ???? pic.twitter.com/ah5pRGi2TK
— ????. ???????????????????????? (@Hashir_63)Tweet by @Hashir_63
যদি সত্যিই স্টার্কের সেই বলের গতি হত ১৭৬.৫ কিমি তাহলে পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতারকেও এদিন ছাপিয়ে যেতেন। দ্রুততম বলের মালিক হতেন বাঁ হাতি অজি পেসার।
আরও পড়ুন: ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে পড়ল পারথে, দুই মহাতারকার ব্যর্থতার দিনে উজ্জ্বল রাহুল-অক্ষর ...
কিন্তু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশনের পর্দায় স্টার্কের যে গতি দেখানো হয়েছে তা ঠিক নয়। গ্রাফিক্সে বা অন্য কোনও ভুলে স্পিড গানে ১৭৬.৫ কিমি দেখানো হয়। আসলে স্টার্কের সেই ডেলিভারির গতি ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটারের মতো হবে।
যে ভাবে একজন বোলার বল করেন, তাতে ঘণ্টায় ১৭৬.৫ কিমি বেগে বল করা রীতিমতো কঠিন ব্যাপার। ক্রিকেটে এমন গতির ঝড় তোলা একপ্রকার অসম্ভব। তাই স্টার্কের ডেলিভারির যে গতি তুলে ধরা হয়েছে, যা নিয়ে এত চর্চা তা মোটেও ১৭৬.৫ কিমি নয়। তা অনেকটাই কম।
