আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে কি খেলবে বাংলাদেশ? না খেললে কিন্তু অপেক্ষা করে রয়েছে 'গলাধাক্কা'! আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশের ভেন্যু বদল করার অনুরোধ পত্রপাঠ উড়িয়ে দেওয়া হয়। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটি হয় বলেই খবর। সেই ভোটে বাংলাদেশ হার মানে। তাদেরকে আর মাত্র একদিন সময় ধার্য করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মাথা নওয়াবে? কারণ ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরিস্থিতি এখন অন্য খাতে বইতে শুরু করে দিয়েছে। আইসিসি-র এই কড়া পদক্ষেপে বাংলাদেশ যদি সিদ্ধান্ত বদল করে ভারতের মাটিতে খেলে, তা তাদের কাছে একপ্রকার হারই বলা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোর্টে বল। ভারতের মাটিতে এসে খেললে ঠিক আছে। নাহলে কিন্তু বাংলার বাঘেদের পরিবর্তে স্কটল্যান্ড ঢুকে যাবে মেগা টুর্নামেন্টে।
এর আগে ২১ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল বাংলাদেশকে। এদিন অর্থাৎ বুধবার আইসিসি-র বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু নিয়ে ভোট হয়। সেখানেই স্থির হয় ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে, তাদের পরিবর্তে বিকল্প দলের নাম ঘোষণা করে দেওয়া হবে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড।
আইসিসি বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় দেওয়া হয়েছে বাংলাদেশকে। সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবি-কে বলা হয়েছে।
আইসিসির ভার্চুয়াল এই সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও সভায় ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া-সহ আরও অনেকে।
ভেন্যু নিয়ে টালবাহানার মধ্যে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে আইসিসি-র কাছে সরকারি ভাবে মেল পাঠিয়ে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। তাদের এই দাবি যথার্থ। শ্রীলঙ্কার মাটিতে যদি বাংলাদেশের ম্যাচ ফেলায় কোনও সমস্যা হয়, তাহলে পাকিস্তান তাদের ম্যাচগুলোর আয়োজন করার জন্য তৈরি।
এ তো গেল পাকিস্তানের বক্তব্য। বাংলাদেশ কী বলে, তা দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।
