আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টে ফিরছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখান থেকেই প্রথম একাদশ বেছে নেওয়া হবে।
দলটা এরকম: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারেল্ড, বিউ ওয়েবস্টার।
১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু তৃতীয় টেস্ট। সিরিজে ইতিমধ্যেই ২–০ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলেই সিরিজ পকেটে। অজিদের জন্য স্বস্তির খবর, কামিন্স ফিরছেন। তবে হ্যাজলেউড গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রুউ ম্যাকডোনাল্ড বলেছেন, ‘ব্রিসবেন টেস্টেই কামিন্সের খেলার একটা সুযোগ ছিল। কিন্তু আমরা ঝুঁকি নিতে চাইনি। এবার পুরো সুস্থ কামিন্সকে পাব আশা করছি। বোলিং আক্রমণে আরও বৈচিত্র বাড়বে।’
দলে রাখা হয়েছে উসমান খোয়াজাকেও। প্রথম টেস্টে চোট পেয়েছিলেন বর্ষীয়ান ব্যাটার। দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। আশা করা হচ্ছে, তৃতীয় টেস্টে তিনি খেলতে পারবেন। কোচের কথায়, ‘উসমান সুস্থ হয়ে উঠেছে। আশা করছি তৃতীয় টেস্টে প্রথম একাদশে দেখা যাবে।’
এটা ঘটনা, অ্যাডিলেডেই অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলতে চাইছে অস্ট্রেলিয়া। যে ছন্দে রয়েছেন স্মিথরা তাতে কাজটা কঠিন নয়। আর স্টোকসদের অ্যাডিলেডে ফিরে আসতে হলে পরিকল্পনা অন্যভাবে সাজাতে হবে। নইলে এবারও অ্যাশেজ খোয়াতে হবে। এমনিতেই ব্রিসবেনে হারের পর স্টোকসদের ঘুরতে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সিরিজ হার হলে তা যে বাড়বে এটা নিশ্চিত।
