আজকাল ওয়েবডেস্ক: অখ্যাত-অনামী থারিন্দু রত্নায়েকের টেস্ট অভিষেক হওয়া কেবল সময়ের অপেক্ষা। ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বল গড়াবে শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম টেস্ট।
সেই টেস্টে খেলতে দেখা যাবে থারিন্দুকে। গলে স্পিনাররা সাহায্য পান। সেই গলেই থারিন্দু রত্নায়েকে নিজের দুরন্ত স্পিন দক্ষতা দেখাতে পারবেন।
ঘরোয়া ক্রিকেটে এবং শ্রীলঙ্কা এ দলের হয়ে রত্নায়েকে দুর্দান্ত পারফর্ম করেছেন। বাঁ হাতে তীক্ষ্ণ ডেলিভারির পাশাপাশি অফ ব্রেকেও দক্ষতা দেখিয়েছেন রত্নায়েকে।
৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রত্নায়েকে। তাঁর ঝুলিতে ৩৩৭টি উইকেট। ২৬ বার পাঁচ উইকেট এবং ১০ উইকেট নিয়েছেন পাঁচটি ম্যাচে।
রত্নায়েকের ব্যাটিংয়ের হাতও ভাল। ব্যাটিং অর্ডারের নীচের দিকে তিনি নামেন। প্রথম শ্রেণির ক্রিকেটে রত্নায়েকে ১৭৬১ রান করেন। ন'টি হাফ সেঞ্চুরি করেন রত্নায়েকে।
রত্নায়েকে দুই হাতে বোলিং করতে পারেন। এর জন্যই তাঁকে নিয়ে চর্চা। আধুনিক ক্রিকেটে খুব কম ক্রিকেটারই দুই হাতে বল করতে পারেন। শ্রীলঙ্কার ক্রিকেটার কামিন্দু মেন্ডিস দুই হাতে বল করতে দক্ষ। এই তালিকায় নাম লেখালেন থারিন্দু রত্নায়েকেও।
এই অখ্যাত স্পিনারকে পাওয়ায় লাভবান হবেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা।
