আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক শাই হোপের উপরে অসন্তুষ্ট আলজারি জোসেফ মাঠ ছাড়লেন। এমন ঘটনা স্মরণকালের মধ্যে কি দেখা গিয়েছে ক্রিকেট মাঠে? বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। 

ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। সেই সময়ে ইংল্যান্ডের তৃতীয় ওভার চলছে। ইংরেজদের রান ১ উইকেট ১০। তখনই প্রকাশ্যে আসে হোপের কোনও একটা সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট জোসেফ। তিনি তা মেনে নিতে পারছেন না। দৃশ্যতই অসন্তুষ্ট আলজারি জোসেফ আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখাচ্ছিলেন শাই হোপকে।   

ওই ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফের  ১৪৮ কিলোমিটার বেগে ধেয়ে আসা বল সামলাতে না পেরে আউট হন ইংরেজ তারকা কক্স। তাঁর গ্লাভস ছুঁয়ে যাওয়া বল তালুবন্দি করেন উইকেটকিপার শাই হোপ। আউট করার পরেও আলজারি জোসেফকে উদযাপন করতে দেখা যায়নি। সচরাচর ক্যারিবিয়ানরা আউট করার পরে হাই ফাইভ দিয়ে উদযাপন করেন। এ ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে। আলজারি জোশেফ উৎসবে মেতে ওঠেননি। 

ওভার শেষের পরে মাঠ ছেড়েই চলে যান জোসেফ। জন্ম দেন নতুন এক বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। হতবাক মাঠে উপস্থিত দর্শকরাও।  

এক ওভার পরেই জোসেফ ফের মাঠে ফেরেন। কিন্তু তখন তাঁর হাতে বল তুলে দেননি শাই হোপ। সেই সময়ে জোসেফ আগুন জ্বালাচ্ছিলেন। প্রথম ২ ওভারে দিয়েছিলেন মাত্র ২ রান। ইংল্যান্ডের ইনিংসের দ্বাদশ ওভারে ফের বল তুলে দেওয়া হয় আলজারি জোসেফের হাতে। জোসেফ ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ৪২ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয়।