আজকাল ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এশিয়া কাপের আগে ফটোশুটে দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সালমান আগা স্পষ্ট জানিয়ে দিলেন মাঠে আক্রমণাত্মক মনোভাব দেখাতে তাঁরা খেলোয়াড়দের আটকাবেন না বরং বলা ভাল কেউই পিছ-পা হবেন না। শনিবার প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দুই অধিনায়ক। সূর্যকুমার যাদব বলেন, ‘মাঠে সব সময়ই আগ্রাসন থাকে। আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নয়। আমি আগামীকাল মাঠে নামার জন্য ভীষণ উত্তেজিত।’ এবারের এশিয়া কাপে এই ভারত পাকিস্তান দ্বৈরথকে বিশেষ করে তুলেছে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিদুঁর’ চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে বড়সড় আঘাত হানে।
এর পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন স্পষ্ট। এর প্রভাব পড়েছিল ক্রীড়াক্ষেত্রেও। চলতি বছরের মে মাসে আইপিএল সাময়িকভাবে স্থগিত হয়েছিল। এমনকি লেজেন্ডস লিগে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল। এশিয়া কাপে আদৌ দুই দলের খেলা হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, শুধুমাত্র বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হতে পারবে দুই দল। এদিন এশিয়া কাপ শুরুর আগে সব দলের অধিনায়কদের ফটোশুট ছিল। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান, তাঁর দলকেও আক্রমণাত্মক হতে উৎসাহিত করা হবে। ‘এ বিষয়ে আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। যদি কেউ আক্রমণাত্মক হতে চায়, তারা স্বাগত। বিশেষ করে ফাস্ট বোলাররা সব সময়ই আক্রমণাত্মক থাকতে চায়, সেটাই তাদের খেলার ধারা। তবে যতক্ষণ লড়াই মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ততক্ষণ আমার পক্ষ থেকে কোনও বাধা নেই।’
ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বে মুখোমুখি হবে আগামী ১৪ই সেপ্টেম্বর, রবিবার। স্বাভাবিকভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এবার এশিয়া কাপে নজরকাড়া লড়াই ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান। দুই দলই সুপার ফোরে পৌঁছাবে বলে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে টুর্নামেন্টে আরও একবার দেখা মিলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীদের। গ্রুপ পর্বে ভারত আরও খেলবে ওমানের বিরুদ্ধে, যারা চমক দেখাতে মুখিয়ে রয়েছে। গ্রুপ বি-ও সমান জমজমাট। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে প্রতিশোধের লড়াই, আফগানিস্তানের আগুনে ব্যাটিং বনাম হংকংয়ের নির্ভীক মনোভাব—সব মিলিয়ে অনিশ্চয়তায় ভরা। এশিয়া কাপ একদিকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ আবার অন্যদিকে নতুন প্রজন্মের উত্থানের মঞ্চ।ভারতের জন্য এই আসর হতে পারে সেই জায়গা, যেখানে আগামী প্রজন্ম নিজেদের নতুন যুগের সূচনা ঘোষণা করবে। এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে সোনি টেন স্পোর্টস। অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে।
