আজকাল ওয়েবডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। তেম্বা বাভুমা‌দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে ধরাশায়ী করে ২-০ তে টেস্ট সিরিজ জয়। একসময়ের 'চোকার্স' তকমা যাদের গায়ের সঙ্গে সেঁটে ছিল, সেই দক্ষিণ আফ্রিকা গৌতম গম্ভীরদের নাকের ডগা থেকে সিরিজ জিতে নিয়ে বেরিয়ে গেল। গুয়াহাটিতে পঞ্চম দিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পণ। মধ্যাহ্নভোজের আগেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টপ এবং মিডল অর্ডার পুরো ব্যর্থ। একমাত্র রবীন্দ্র জাদেজা‌ ছাড়া কোনও ব্যাটার ৫০ রানের গণ্ডি পার করতে পারেনি। পঞ্চম দিন দুই স্পিনার মিলে টিম ইন্ডিয়ার ব্যাটিংকে শেষ করে দেয়। ভারতের টেকনিক্যাল এবং টেম্পারামেন্টের সমস্যা প্রকাশ্যে চলে আসে। 

ভারতের মাটিতে সিরিজ জয়কে নিজের অন্যতম সেরা প্রাপ্তির অ্যাখ্যা দেন বাভুমা। চোট এবং দলের সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে এই জয়কে ওপরের দিকে রাখলেন। সাফল্যের জন্য গোটা দলকে কৃতিত্ব দেন। বাভুমা বলেন, 'এই জয় বিশাল। বিশেষ করে আমার জন্য। চোটের জন্য কয়েক মাস মাঠের বাইরে ছিলাম। সবসময় ভারতে এসে ২-০ তে সিরিজ জয় সম্ভব নয়। দল হিসেবে আমাদের কালো দিন গিয়েছে। তাই এটা গোটা দলের কৃতিত্ব। আমাদের চিন্তাধারায় আমূল পরির্বতন ঘটেছে। সবাই মাঠে নেমে অবদান রাখতে চায়। নিজের দিনে যে কেউ ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। এটাই আমাদের বিশ্বাস। দল হিসেবে আমরা ভাল জায়গায় আছি। আমরা যেভাবে এখানে খেলেছি, আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে।' 

বাভুমা জানালেন, তাঁরা ছোট ছোট টার্গেট সেট করে এগোয়। সাইমন হারমারের প্রশংসা করেন প্রোটিয়া অধিনায়ক। বাভুমা বলেন, 'সবাই জানতে চায় ওরা কোথায় দাঁড়িয়ে আছে। সবাই নিজেদের সেরা দিতে চায়, জয়ে অবদান রাখতে চায়। সবাই অবদান রেখেছে। আমরা হয়তো বড় শতরান পাইনি, কিন্তু ৪-৫ জন রান পেয়েছে। ২০১৫ সালে ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে সাইমনের। ও কেশবকে যোগ্য সঙ্গত দিয়েছে। এই সিরিজে সাইমন পার্থক্য গড়ে দিয়েছে।' দুটো টেস্টেই ব্যর্থ ভারতের ব্যাটিং। সমস্ত বিভাগে ভারতকে টেক্কা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ হারের ফলে একদিনের সিরিজের আগে যথেষ্ঠ চাপে থাকবে ভারত।