আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের পুরস্কার একটা গদা। এই গদা হাতে নিয়ে বাভুমা বন্দুকের মতো করে সেলিব্রেশন করেন।
কিন্তু এই গদা আসলে কী? কীভাবে তৈরি হয়েছে? এর ভিতরেই বা কী আছে? ২০১৯ সালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই ট্রফি আরও পুরনো। ট্রফি তৈরির প্রতিষ্ঠান থমাস লেটের ডিজাইনার ট্রেভর ব্রাউন ২০০০ সালে এটি তৈরি করেন প্রথমে।
এই ধরনের ট্রফি তৈরির ভাবনা আসে রোমাঞ্চকর এক ম্যাচের পর এক ক্রিকেটারকে স্টাম্প তুলে উদ্যাপন করতে দেখে। তখনই ডিজাইনার ব্রাউনের মাথায় আসে, এমন কিছুর ওপর ভিত্তি করে যদি তৈরি করা যায় ট্রফি, তাহলে কেমন হয়!
স্টার্লিং সিলভার ও সোনার প্রলেপ দেওয়া ধাতু দিয়ে তৈরি এই ট্রফি। শক্ত কাঠও রয়েছে। ট্রফির যে লম্বা হাতল রয়েছে, সেটা আসলে স্টাম্পকে বোঝানো হয়েছে।
ওই হাতলের ওপর একটি ব্যান্ড ঘুরতে ঘুরতে উপরে উঠেছে। এটা আসলে সাফল্যের প্রতীক। হাতলের মাথাতেই রয়েছে গোল ক্রিকেট বল। তার উপরে রয়েছে মানচিত্র। যে কোনও ট্রফির দু' দিকে দুটি ধরার জায়গা থাকে। সেই হাতল ধরেই ট্রফি তুলে ধরেন বিজয়ীরা। এই ট্রফি সবার থেকে আলাদা।
ট্রফির মাথায় রয়েছে টেস্ট খেলা প্রতিটি দেশের প্রতীক। ভবিষ্যতে নতুন কোনও দেশ যুক্ত হলে তাকেও সংযোজন করা যাবে। ২৭ বছর পরে দক্ষিণ আফ্রিকা আইসিসি-র কোনও ট্রফি জিতল। তেম্বা বাভুমা করলেন অসাধ্য সাধন। তাঁর হাতে তাই গদাটাই ভাল মানায়।
