আজকাল ওয়েবডেস্ক: রবিবার ব্লকবাস্টার ফাইনাল এশিয়া কাপের। তবে মেগা ফাইনালের আগে ভারতীয় দল অনুশীলন করল না। ভারতীয় দল ক্রিকেটারদের বিশ্রামের উপরে জোর দিচ্ছে। পর পর ম্যাচ, বিশ্রামের সুবিধা করে দেওয়ার জন্য ফাইনালের আগে প্র্যাকটিস করেনি ভারতীয় দল।

কেমন হবে ফাইনালের পিচ? আবু ধাবির উইকেটের থেকে দুবাইয়ের পিচ মন্থর। যদিও শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ এমন পিচে খেলা হয়েছে, যা ব্যাটারদের শট নেওয়ার জন্য উপযুক্ত। ফাইনালেও এমনই স্পোর্টিং উইকেট আশা করা হচ্ছে। তবে বোলাররাও পিচ থেকে কিছুটা সাহায্য পাবে। দুটো দলেরই বোলিং বিভাগ ভাল। যেকোনও পরিবেশ এবং পরিস্থিতির ফায়দা তুলতে পারে। কেমন থাকবে রবিবারের আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। বিকেলের দিকে যা নেমে হতে পারে ৩১ ডিগ্রি। গোটা টুর্নামেন্টে শিশিরের প্রভাব পড়েনি। যার ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভারতীয় দলে একটি পরিবর্তন হবে। দলে ফিরবেন যশপ্রীত বুমরা। সুপার ফোরের শেষ দুটো ম্যাচে খেলেননি তারকা পেসার। নিজেদের অপরাজিত দৌড় বজায় রাখতে চাইবে টিম ইন্ডিয়া। অন্যদিকে টেবিল ঘোরানোর চেষ্টা করবে পাকিস্তান।

আরও পড়ুন: মেগা ফাইনালের আগে এই তারকাকে দলে ফেরাতে চেয়েছিল পাকিস্তান, অদ্ভুত দাবি পাক মিডিয়ার

রবিবার অভিষেক শর্মা এবং শাহিন আফ্রিদির দ্বৈরথের দিকে তাকিয়ে সকলে। এই দ্বৈরথ গড়ে দিতে পারে এশিয়া কাপের ফাইনালের ভাগ্য। এমনই ধারণা ভারতের বোলিং কোচ মর্নি মরকেলেরদু'জনের সঙ্গেই কাজ করেছেন তিনি। এর আগে পাকিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন মরকেল। সেখানে বাঁ হাতি পেসারকে কোচিং করিয়েছেন। তিনি মনে করছেন, অভিষেক এবং শাহিনের দ্বৈরথ দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। মরকেল বলেন, 'শাহিন আগ্রাসী বোলার। ও যেকোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। অভিষেকও অপেক্ষা করবে না। আমার মনে হয়, এই দু'জন সামনাসামনি হলেই লড়াই উপভোগ্য হয়ক্রিকেটপ্রেমীরা এই দ্বৈরথ দেখার অপেক্ষা করে। যা খেলার জন্য ভাল।' এশিয়া কাপের ফাইনালের আগে বাবর আজমকে দলে ফেরাতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু অনুমতি দেয়নি উদ্যোক্তরা। 

এশিয়া কাপের প্রথম দুই সাক্ষাতে হেরেছে পাকিস্তান। রবিবার ফাইনালে আবার ভারতের মুখোমুখি সলমন আঘারা। হারের হ্যাটট্রিক চান না ওয়াসিম আক্রম। এশিয়া কাপের মেগা ফাইনালের আগে পাকিস্তানকে বিশেষ উপদেশ কিংবদন্তির। দু'বারের মধ্যে প্রথমবার দাঁড়াতেই পারেনি সবুজ আর্মিরা। দ্বিতীয়বার তুলনায় ভাল পারফর্ম করে ব্যাটাররা‌। কিন্তু বোলিং বিভাগ ব্যর্থ। কোনরকমে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে। ফাইনালের আগে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখার বার্তা দিলেন আক্রম। টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দিতে শুরুতেই উইকেট তুলে নেওয়ায় জোর দেন প্রাক্তন পাক অধিনায়ক। 

আক্রম বলেন, 'ফাইনাল ভারত-পাকিস্তানের মধ্যে। অবশ্যই ভারত ফেভারিট। তবে সবকিছু সম্ভব। পাকিস্তানকে আত্মবিশ্বাস এবং মোমেন্টাম ধরে রাখতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রেখে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান শুরুতেই উইকেট তুলে নিতে পারলে, ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। আশা করব সেরা দল জিতবে।' 

আরও পড়ুন: 'ভারতের বিরুদ্ধে কেউ বললে...', এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ক্ষুব্ধ যোগরাজের ...