আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরেই ভারত-পাক মহারণ। বাড়তে শুরু করেছে উত্তেজনা। চড়ছে পারদ। এবারের ক্রিকেটযুদ্ধ অন্যান্যবারের থেকে আলাদা। রাজনৈতিক বিষয়ও জুড়ে রয়েছে এবারের ভারত-পাক ম্যাচের সঙ্গে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতীকী প্রতিবাদ জানাবে।
পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নির্বিচারে গুলি চালনায় প্রয়াত হয়েছেন নিরীহ পর্যটকরা। এই প্রেক্ষিতে অনেকেই বলছেন, পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। ভারতের সাজঘরেও এর প্রভাব পড়েছে।
প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে পারেন। ম্যাচ শুরুর পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন হয়তো করবেন না।
আরও পড়ুন: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন জেসমিন, রুপো ও ব্রোঞ্জ ঘরে আনলেন নূপুর ও পূজা
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে বলেন, ''দেশের মানুষের মানসিক অবস্থা আমরা জানি। গৌতম গম্ভীরের বার্তাও স্পষ্ট, যেটা আমাদের হাতে নেই, নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভেবে লাভ নেই। দেশের মানুষের অনুভূতি উপলব্ধি করতে পারছে ক্রিকেটাররা।''
ভারত-পাক ম্যাচ মানেই আবেগের ফুটন্ত কড়াই। এশিয়া কাপের বারুদে ঠাসা ম্যাচের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মাঠে ও মাঠের বাইরের বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা এই লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন। পাকিস্তান অনেকটাই পিছিয়ে। রক্তাল্পতা সেই শিবিরে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এমন লড়াইয়ে বহুবার নেমেছেন। এই লড়াইয়ের নাড়িনক্ষত্র সবাই তাঁর জানা।
হায়দরাবাদি বলছেন, ''আমাদের দলে দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে। তারা ভাল পারফরম্যান্স তুলে ধরেছে ইতিমধ্যেই। ভারতকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। আমাদের দলে অভিজ্ঞতাও প্রচুর। পাকিস্তান দলে ভাল প্লেয়ারের সংখ্যা খুবই কম। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ওরা বাদ দিয়েছে। ওরা না থাকায় এই পাকিস্তান শক্তির দিক থেকে ক্ষয়িষ্ণু।''
ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। যে কোনও মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে যায়। আজহার বলছেন, ''কিন্তু ক্রিকেটের কথা আগাম কে বলতে পারে! আগামিকাল কী হবে কেউ জানে না। কিন্তু কাগজে কলমে যদি পারফরম্যান্স বিচার করা হয়, তাহলে এই ভারত কিন্তু বহু এগিয়ে।''
ভারত ও পাকিস্তান উভয়ই শুরুটা ভাল করেছে এশিয়া কাপে। রবিবার নিশ্চয় তুল্য মূল্য লড়াই হবে যুযুধান দুই পক্ষের। দুই প্রতিবেশি দেশই ক্রিকেটের পাওয়ার হাউজ। কিন্তু বিশেষজ্ঞরা অন্য মেরুতে।
তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না।''
