আজকাল ওয়েবডেস্ক:‌ প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপে ভারত। তৃতীয় দিন চা পানের বিরতিতে ভারত চার উইকেট হারিয়ে ফেলেছে। বোর্ডে উঠেছে মাত্র ১০২ রান। 


সোমবার রাহুলের আউট দিয়ে শুরু হয় ভারতীয় ব্যাটারদের ড্রেসিংরুমে ফেরার পালা। ২২ রান করে আউট হন রাহুল। অর্ধশতরান করার পর ফিরে যান যশস্বীও (‌৫৮)‌। হার্মারের বলের বাউন্স বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফেরেন। রান পাননি সাই সুদর্শনও (‌১৫)‌। তিনিও হার্মারের শিকার। ধ্রুব জুরেল কোনও রান না করেই ফেরেন। 
সোমবার সকালে কার্যত ফাঁকা গুয়াহাটি স্টেডিয়ামে ব্যাট করতে নামে ভারতীয় দল। রবিবার থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত মন্থর গতিতে রান করছিলেন লোকেশ রাহুল। তবে শেষ পর্যন্ত তাঁর ডিফেন্সে ফাটল ধরালেন কেশব মহারাজ। স্পিনের সঙ্গে অতিরিক্ত বাউন্স থাকা ডেলিভারি ব্যাটের কাণা ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে। ২২ রান করে রাহুল হন আউট। তারপরেও অবশ্য খানিকটা আগ্রাসন ধরে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। হাফসেঞ্চুরি আসে তরুণ তুর্কির ব্যাট থেকে। কিন্তু আবারও হার্মারের বলে উইকেট ছুড়ে দিয়ে আসেন ওপেনার। সাই সুদর্শন বা জুরেলও উইকেট ছুড়ে দিয়ে আসেন। 


দক্ষিণ আফ্রিকা যেখানে এই উইকেটে তুলেছে ৪৮৭, সেখানে ভারত নাকানিচোবিনি খাচ্ছে। যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশের দুঃস্বপ্ন তাড়া করতে শুরু করেছে টিম ইন্ডিয়াকে। আপাতত ক্রিজে রয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ এবং সহঅধিনায়ক রবীন্দ্র জাদেজা। মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন পন্থ। 


প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করেন সেনুরান মুথুস্বামী। টেস্টে এটি তাঁর প্রথম শতরান। মারকাটারি ৯৩ করেন মার্কো জানসেন। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ পান চার উইকেট। দুটি করে উইকেট বুমরা, জাদেজা ও সিরাজের।