আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্ট জয়। আবেগে ভাসছে টিম ইন্ডিয়া। হেড কোচ গৌতম গম্ভীরও। সোমবার ওভালে ৫৩ বলের মধ্যে ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে ভারত। ড্র হয়েছে সিরিজ।

ওয়াশিংটন সুন্দরকে 'ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজ' ঘোষণা করা হয়েছে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কুলদীপ যাদব। শুভমান গিল, রবীন্দ্র জাদেজা বা মহম্মদ সিরাজকে এই সম্মান দেওয়া হয়নি। 
 শেষ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে একসময়ে প্রসিদ্ধ কৃষ্ণকে সঙ্গে নিয়ে সুন্দর ঝড় তুলেছিলেন। ৪৬ বলে ৫৩ রান করেন ওয়াশিংটন সুন্দর। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ওয়াশিংটন সুন্দর ওই ইনিংসটা না খেললে মহম্মদ সিরাজের কাজ কঠিন হয়ে যেত। সেই কারণেই ভারতীয় দল ওয়াশিংটন সুন্দরকে ইমপ্যাক্ট প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়েছে। ম্যাঞ্চেস্টারেও সুন্দর সেঞ্চুরি হাঁকিয়েছেন। বল হাতেও তিনি ভেল্কি দেখান। 

আরও পড়ুন: গোমরা মুখো গম্ভীরও ওভাল টেস্ট জিতে আবেগে ভাসলেন, ড্রেসিংরুমে কী হল জেনে নিন ...
পাঁচ ম্যাচের সিরিজে শুভমান গিল সংগ্রহ করেন ৭৫৪ রান। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের বিচারে  গিল প্লেয়ার অফ দ্য সিরিজ হন। সুনীল গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড ভাঙতে পারেননি ভারতের নব্য অধিনায়ক। লিটল মাস্টারের রেকর্ডের থেকে ২১ রান দূরে থমকে গিয়েছেন গিল। 

রবীন্দ্র জাদেজাও সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে নিয়মিত রান করে গিয়েছেন। তবুও তাঁকে পুরস্কৃত করা হয়নি। মহম্মদ সিরাজ ওভাল টেস্টের নায়ক। পঞ্চম দিন সিরাজ জাদুতে ভারত ম্যাচ জেতে এবং সিরিজে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের সেরা হন সিরাজ। কিন্তু ওয়াশিংটন সুন্দরের অবদান ভোলা যাবে না। সেই কারণেই তাঁকে বিশেষ সম্মান দেওয়া হল। 

এদিকে সিরিজে সমতা ফেরানোর পরে গৌতম গম্ভীর কিন্তু বোর্ডের কাছে বিশেষ আর্জি জানাতে চলেছেন। তাতে বিপত্তি বাড়বে জশপ্রীত বুমরাহর মতো তারকার। কারণ সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বুমরাহ বেছে বেছে টেস্টে নেমেছেন। ওভাল টেস্টে তাঁকে দরকার ছিল দলের। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে তিনি নামেননি পঞ্চম ও শেষ টেস্টে। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নয়, বুমরাহকে সরতে হয়েছে চোটের লাল চোখ দেখে। তাঁর হাঁটুতে চোট ছিল। আর এই চোটের জন্য বুমরাহর পক্ষে নামা সম্ভব হয়নি। তবে এই চোটের জন্য বুমরাহর অস্ত্রোপচার করা হবে না। এটাই ভাল দিক। তাঁকে এনসিএ-তে রিহ্যাব করতে হবে। বুমরাহ নিয়ে এমনই আপডেট ভেসে এসেছে ভারতের সাজঘর থেকে। 

আরও পড়ুন: ‘সেনা-জওয়ানরা তো ওয়ার্কলোডের অভিযোগ করেন না’, ওভাল জয়ের পর সিরাজকে উদাহরণ রেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Team India (@indiancricketteam)