আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। প্রত্যাশা মতো একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরু। ফাইনাল ৮ মার্চ। পাকিস্তান না উঠলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হবে। পাকিস্তান উঠলে ফাইনাল হবে কলম্বোয়। দুটো সেমিফাইনাল কলকাতা এবং মুম্বইয়ে। তারমধ্যে ভারতের খেলার সম্ভাবনা বেশি মুম্বইয়ে। মঙ্গলবার রোহিত শর্মা, হরমনপ্রীত কৌরের উপস্থিতিতে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল। টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয় রোহিতকে‌। সহজ গ্রুপে পড়েছে ভারত। গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু। অভিষেক ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি টিম ইন্ডিয়া। ম্যাচ মুম্বইয়ে। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারত। ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি। ম্যাচটা হবে আহমেদাবাদে। 

মোট আটটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে। তারমধ্যে পাঁচটি ভারতে, তিনটি শ্রীলঙ্কায়। পাঁচটির মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। বাকি ভেন্যুগুলো হল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। বাদ পড়েছে বেঙ্গালুরুর চিন্নিশ্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কায় ক্যান্ডির পাল্লিকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম এবং কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা ছাড়াও টি-২০ বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবোয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি। 

মোট ২০টি দল টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। ২০২৪ বিশ্বকাপের ফরম্যাটে হবে টুর্নামেন্ট। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। চারটে গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। প্রত্যেক গ্রুপে থাকবে পাঁচটি দল। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটো দল সুপার এইটে যাবে। সেখান থেকে নক আউট পর্ব শুরু।  প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে ইতালি। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবে পাকিস্তান। ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলবে না তাঁরা। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপ ফাইনাল হবে শ্রীলঙ্কার কলম্বোয়। পাকিস্তান না উঠলে, ফাইনাল হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এদিন তাতে সিলমোহর পড়ল। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি: 

৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধ্যা ৭টা)
১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধ্যা ৭টা)
১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধ্যা ৭টা)
১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধ্যা ৭টা)

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা