আজকাল ওয়েবডেস্ক: শনিবারের সিডনি ফুলহাউজ। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ একদিনের ম্যাচের টিকিট নিঃশেষ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। ভর্তি থাকবে ৪৮ হাজারের স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখার সুযোগ ছাড়তে চায় না কেউই। ২০২৭ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় আর কোনও ৫০ ওভারের সিরিজ খেলার সম্ভাবনা নেই ভারতের। সেই কারণেই সিডনিতে দুই মহাতারকার বিদায়ঘণ্টা বেজে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাঁদের ফেয়ারওয়েল ম্যাচ। 

টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে দু'জনেই অবসর ঘোষণা করেছে। শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলছেন রোহিত এবং বিরাট। তারমধ্যে চূড়ান্ত ফ্লপ দ্বিতীয়জন। পারথ এবং অ্যাডিলেডে ব্যাক টু ব্যাক শূন্য করেন। কিন্তু তাসত্ত্বেও জনপ্রিয়তায় একচুল ভাটা পড়েনি। তাঁকে দেখতে গ্যালারি ভরাবে ভক্তরা। শুক্রবার ৩৬ বছরের তারকার এক ঝলক পেতে সিডনি বিমানবন্দরে ভিড় জমায় সমর্থকরা। শনিবার কোহলির সমর্থনে নীল জার্সিতে থাকবে হাজার হাজার সমর্থক। প্রথম ম্যাচে রান না পেলেও অ্যাডিলেডে রান পান। দ্বিতীয় একদিনের ম্যাচে পুরোনো রোহিতের ঝলক পাওয়া যায়। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ৯৭ বলে ৭৩ রান করেন। ছয় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে দুই মহাতারকা। সিডনিতে জিততে পারলে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানো যাবে। একইসঙ্গে আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজে নামতে পারবে ভারত। অন্যদিকে টিম ইন্ডিয়াকে ক্লিন সুইপ করার লক্ষ্য নিয়ে নামবে অস্ট্রেলিয়া। উইকেটের পেছনে ফিরতে পারেন জস ইংলিশ। ভারতীয় দলেও কয়েকটা পরিবর্তন হতে পারে।