আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে কি যাত্রা শেষ হয়ে গেল সূর্যকুমার যাদবের? রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়লেন স্কাই। ১৬ জনের দল ঘোষণা করেছে মুম্বই। সেই দলে নেই সূর্য। ১৫ অক্টোবর শ্রীনগরের শের ই কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে নামবে মুম্বই। নির্বাচক কমিটিতে ছিলেন দিলীপ ভেঙ্গসরকর, সঞ্জয় পাতিল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রেকে দলে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফিরেই মুম্বই দলের সঙ্গে শ্রীলঙ্কা পাড়ি দেবেন তিনি। মুম্বই বিমানবন্দরে অবশিষ্ট দলের সঙ্গে যোগ দেবেন আয়ুশ। মুম্বইকে নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর।
দল নির্বাচনের পর এমসিএর সচিব অভয় হরপ বলেন, 'না, স্কাইকে দল থেকে বাদ দেওয়া হয়নি। এই ম্যাচে ওকে পাওয়া যাবে কিনা জানা যায়নি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টাফ ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু ও এই ম্যাচ প্রসঙ্গে নির্দিষ্ট কিছু বলেনি।' পুনের গাহুঞ্জেতে মহারাষ্ট্রের বিরুদ্ধে তিন দিনের প্র্যাকটিস ম্যাচে অংশ নেননি সূর্য। তখনই বোঝা গিয়েছিল রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র বলেন, 'কোনও সমস্যা নেই। কারণ ভারতীয় টেস্ট বা একদিনের দলে ওর খেলার কোনও সম্ভাবনা নেই। ওর বয়স ৩৫। শুধুমাত্র টি-২০ তে খেলছে।' গতবছর রঞ্জিতে তিন ম্যাচে ১০৯ রান করেন সূর্য। গড় ২১.৮০। সর্বোচ্চ রান ৭০। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেই তাঁর সর্বোচ্চ রান। কিন্তু সেমিফাইনালে রান পাননি। ০ এবং ২৩ রান করেন। গত মরশুমে সেমিফাইনালে বিদর্ভের কাছে হারে মুম্বই।
দিল্লির বিরুদ্ধে অভিষেকের পর ১৫ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেট জীবনে, ৮৬ ম্যাচে ৫৭৫৮ রান করেন সূর্য। রয়েছে ১৪টি শতরান এবং ৩০টি অর্ধশতরান। সর্বোচ্চ ওড়িশার বিরুদ্ধে ২০০ রান। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে খেলেন। দীর্ঘ বছর পর মুম্বই সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ারকে ছাড়া খেলবে। অন্যদিকে চোট সারিয়ে মুম্বই দলে ফিরছেন সরফরাজ খান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সেরে দলের সঙ্গে যোগ দেন। বুচি বাবু ট্রফিতে খেলার সময় চোট পান। যার ফলে দলীপ ট্রফি এবং ইরানি ট্রফিতে খেলতে পারেননি সরফরাজ। মুম্বইয়ের হয়ে খেলবেন শিবম দুবেও। কাশ্মীরের বিরুদ্ধে খেলতে শনিবার শ্রীনগরের উদ্দেশে রওনা দেবে মুম্বই দল। নেতৃত্ব ছাড়লেও ব্যাটার হিসেবে দলের সঙ্গে যাবেন অজিঙ্ক রাহানে।
