আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে তাঁদের ম্যাচের ভেন্যু বদলের জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবারের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়। বাংলাদেশের এই অনুরোধ মেনে নেয়নি আইসিসি। পরিবর্তিত ভেন্যু হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়। বর্তমানে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে কলকাতা এবং মুম্বইয়ে। এর আগে ভেন্যু হিসেবে চেন্নাইয়ের নাম খারিজ করে দিয়েছিল বিসিবি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট সংস্থার সভাপতি আমিনুল ইসলাম জানিয়ে দেন, এবার সেই প্রস্তাব গৃহীত হতেই পারে।

আমিনুল ইসলাম বলেন, 'আমরা শুধুই এই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আপাতত আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি।' সরাসরি ভারত সরকারের থেকে নিরাপত্তার আশ্বাস চাইছে বাংলাদেশ সরকার। রবিবার ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের আম্পায়ার শারফুদৌলা সৈকত। টি-২০ বিশ্বকাপে সৈকত এবং গাজি সোহেলকে আম্পায়ার হিসেবে দেখা যাবে। ভারতে-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে একজন বাংলাদেশের আম্পায়ার ম্যাচ পরিচালনা করেন। সেই উদাহরণ দেওয়া হতে পারে। বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহও বাকি নেই। প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতে চলে আসবে দলগুলো। তাই দ্রুত সমাধান খুঁজতে চাইছে আইসিসিও। 

গত কয়েকদিন ধরে এই চর্চা চলছে। বাংলাদেশ প্রসঙ্গে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। তাঁদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। দ্বিতীয়বার এই প্রসঙ্গে চিঠি দেয় বিসিবি। এই বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা করলেও, সূত্রের খবর নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। দেশ থেকে ম্যাচ সরাতে চাইছেন না জয় শাহরা। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার করা হবে না বাংলাদেশে। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার আবেদন করা হয়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের মধ্যেই অন্য কোনও জায়গায় স্থানান্তরিত করা হতে পারে।