আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপ ফাইনালে একের পর এক নাটক। ম্যাচে একের পর এক নাটকীয় মুহূর্তের পর পুরস্কার মঞ্চেও নাটক কম হয়নি। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এক পাক সাংবাদিক বিতর্কিত প্রশ্ন করেন সূর্যকুমার যাদবকে। ভারত অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দেননি। ঘুরিয়ে সেই সাংবাদিককেই প্রশ্ন করেন, তাঁর আচরণে রাগ হচ্ছে কি না।


পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল গোটা প্রতিযোগিতায় সূর্যের আচরণ নিয়ে। তার মধ্যে করমর্দন–বিতর্ক থেকে ছবি না তোলার প্রসঙ্গ ছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, ‘‌আপনারা চ্যাম্পিয়ন হলেন, ভাল খেললেন। কিন্তু প্রশ্ন হল, গোটা প্রতিযোগিতায় পাকিস্তান দলের সঙ্গে আপনারা যে ব্যবহার করেছেন সেটা নিয়ে। হাত মেলাননি, ট্রফি নিয়ে ছবি তোলেননি, তার পর যে সাংবাদিক বৈঠক করেছেন, তা রাজনৈতিক। আপনিই প্রথম অধিনায়ক, যিনি ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিয়েছেন।’‌ 


সূর্যকুমার বুঝতেই পারেননি তাঁকে কী প্রশ্ন করা হয়েছে। কিছু ক্ষণ চুপ করে থেকে তিনি বলেন, ‘‌জবাব দেব কি দেব না? আপনি খুব রেগে আছেন তাই না? আপনার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না।’‌ এর পরেই ভারতের মিডিয়া ম্যানেজার অন্য সাংবাদিককে প্রশ্ন করতে বলেন।
মাঠের বাইরে এমনিতেই পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটার নানা ভাবে কটাক্ষ করার চেষ্টা করেছেন ভারতকে। এ বার সাংবাদিক বৈঠকে দেখা গেল, পাকিস্তানের সাংবাদিকরাও প্রশ্নের মাধ্যমে আক্রমণের চেষ্টা করছেন।


তবে এটা ঘটনা, অধিনায়ক সূর্য সাংবাদিক বৈঠকে ছেড়ে কথা বলেননি পাকিস্তানকে। কটাক্ষের সুরে বলেন, ‘‌চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’‌


প্রসঙ্গত, গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে ‘অপারেশন সিঁদুর’–এর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছিলেন সূর্য। চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে নিজের ম্যাচ পারিশ্রমিকের পুরোটাই ভারতীয় সেনাকে দান করছেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, এশিয়া কাপ ফাইনালে ভারতের জয় টেলিভিশনে দেখেছেন সেনাবাহিনীর জওয়ানরা। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁদের উচ্ছ্বাসের ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

এদিকে, ট্রফি ছাড়াই মঞ্চের সামনে গিয়ে উচ্ছ্বাস করেছে টিম ইন্ডিয়া। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। তাঁর দাবি, আইসিসি–র উচিত ভারতকে নির্বাসিত করা। তবে এটাও জানিয়েছেন, ভারতের দাপট থাকার কারণে আইসিসি হয়তো সেই কাজ করার সাহস পাবে না। আর এক পাক প্রাক্তনী শোয়েব মালিক জানিয়েছেন, এই ঘটনা তাড়া করে বেড়াবে ভারতীয় দলকে।

রবিবারের ঘটনাকে ক্রিকেটের ‘কুৎসিত দিন’ বলে বর্ণনা করেছেন লতিফ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‌এসিসি চেয়ারম্যানের থেকে ট্রফি এবং পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। নিঃসন্দেহে ওদের নির্বাসিত করা উচিত আইসিসি–র। অন্য কোনও খেলা হলে সহজেই বিষয়টির সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসি–র চেয়ারম্যান, সিইও, সিএফও, বাণিজ্যিক বিভাগের প্রধান এবং প্রতিযোগিতা বিভাগের প্রধানরা সকলেই ভারতীয় হওয়ায় নির্বাসনের সম্ভাবনা কম।’‌