আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে আরও একটি সিরিজ হারের মুখে ভারত। ২৫ বছর পর লাল বলে ভারতের মাটিতে জয়ের নজির গড়বে দক্ষিণ আফ্রিকা। গৌতম গম্ভীর জমানায় টেস্টে একের পর এক লজ্জা। ঘরের মাঠে মাত্র বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। একসময় যারা ঘরের মাঠে বাঘ ছিল, এখন তাঁরা ইঁদুর। আতশ কাঁচের নীচে গম্ভীরের পারফরম্যান্স। অনেকেই ভারতের হেড কোচের ছাঁটাইয়ের সমর্থনে। কিন্তু তাতে সায় নেই সুরেশ রায়নার। বরং, গম্ভীরের পাশে দাঁড়ালেন প্রাক্তনী। গতবছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি এখনও টাটকা। তারই মধ্যে আরও একটি টেস্ট সিরিজ হারের মুখে। 

গম্ভীর সহ সাপোর্ট স্টাফকে ঘিরে তীব্র সমালোচনা চলছে। তবে রায়না মনে করছেন, সমস্যা অন্য জায়গায়। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রাক্তন সতীর্থের পাশে দাঁড়ালেন। রায়না বলেন, 'গৌতি ভাইয়া কঠোর পরিশ্রম করেছে। ওর কোনও দোষই নেই। প্লেয়ারদের আরও পরিশ্রম করতে হবে, এবং ভাল খেলতে হবে। গম্ভীরের অধীনে লাল বলের ক্রিকেটে আমরা খুবই ভাল খেলছি। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি।' রায়নার দাবি, ব্যর্থতার দায় কোচের নয়, প্লেয়ারদের নেওয়া উচিত। ভারতের প্রাক্তন তারকা বলেন, 'প্লেয়ারদের রান করতে হবে। কোচ শুধু গাইড করতে পারে। পরামর্শ দিতে পারে এবং সাপোর্ট করতে পারে।' 

ঘরের মাঠে টেস্টে একের পর এক ব্যর্থতা চলতে থাকলে গম্ভীরের চাকরি নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু কোচ ছাঁটাইয়ের পক্ষে নন রায়না। বরং দাবি করেন, দায় প্লেয়ারদেরই নিতে হবে। রায়না বলেন, 'প্লেয়াররা কোনও সমস্যায় পড়লে সেটা কোচকে বলা উচিত। ক্রিকেটাররা ভাল খেললে, কোচেরও প্রশংসা হয়। কিন্তু দল খারাপ খেললে, শুধুমাত্র কোচের সরিয়ে দেওয়া উচিত নয়।' গম্ভীরের দায়বদ্ধতার প্রশংসায় প্রাক্তন সতীর্থ। এই প্রসঙ্গে রায়না বলেন, 'আমি গৌতম ভাইয়ের সঙ্গে খেলেছি। ও ভারতীয় ক্রিকেট দলকে ভালবাসে। ও ক্রিকেট ভালবাসে। আমি ওর সঙ্গে খেলেছি এবং বিশ্বকাপ জিতেছি। সুতরাং ওর দেশের জন্য অনেক অবদান রয়েছে। এবার ভাল খেলা প্লেয়ারদের কর্তব্য।' সম্প্রতি দল বাছাই নিয়েও প্রশ্ন উঠছে। রায়না মনে করেন, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সই জাতীয় দলের দরজা হওয়া উচিত।