আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর তাঁকে ওপেন করতে পাঠিয়েছিলেন। তার পরের ঘটনা ইতিহাস। গত আইপিএলে সুনীল নারিন ৪৮৮ রান করেছিলেন। 

এবারও কি তিনি ওপেন করতে নেমে ঝড় তুলবেন? চলতি মাসের ২২ তারিখ শুরু হচ্ছে আইপিএল। তার আগে ক্যারিবিয়ান তারকা ইঙ্গিত দিলেন, এবারও তিনি ওপেন করতে চান। সুনীল নারিন ওপেন করলে কী হয়, তা সবাই দেখেছেন। 

২০২৪ মরশুমের আগে ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামিয়ে দেওয়া হয়েছিল সুনীল নারিনকে। গম্ভীর এসে তাঁর ব্যাটিং পজিশন বদলে দেন। পাঠান ওপেনিংয়ে। সেই সুনীল নারিন বলছেন, ''দলের প্রয়োজনে যে কোনও পজিশনেই নামব। আমি ওপেন করতেই পছন্দ করি। তবে সবটাই দলের উপরে নির্ভর করছে।'' 

রহস্য স্পিনার সম্প্রতি আইএলটি-টোয়েন্টিতে নেমেছেন আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে। সেখানে মিডল অর্ডারে নামতে দেখা গিয়েছিল তাঁকে। 

সুনীল নারিন বলছেন, ''ক্রিকেটের বিবর্তন হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাট ও বলে অবদান রাখতে হয়। নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসের উপর ভর করে এগোতে হয়। ঈশ্বর প্রতিভা দিয়েছেন, তার পুরোটাই ব্যবহার করা দরকার।''